ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আলজাইনের চমক অব্যাহত

প্রকাশিত: ০৬:৪৩, ৯ আগস্ট ২০১৫

আলজাইনের চমক অব্যাহত

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র ১০ বছর বয়সেই বিশ্ব চ্যাম্পিয়নশিপস সাঁতারের প্রতিযোগী। আর সে কারণেই তাঁর চেয়েও দ্বিগুণ বয়সী বিশ্বখ্যাত সাঁতারুদের ভিড়ে সব আলো কেড়ে নিয়েছিলেন একাই। বিশ্বের সকল গণমাধ্যমকর্মী নোটবুক ও ক্যামেরা নিয়ে ভিড় করেছেন আলজাইন তারেকের সাক্ষাতকার নিতে। তবে অংশগ্রহণের প্রথম প্রতিযোগিতায় তেমন কিছুই করতে পারেননি। ৫০ মিটার বাটারফ্লাইয়ের হিটে হয়েছিলেন আট প্রতিযোগীর মধ্যে সবার শেষ। কিন্তু ৫০ মিটার ফ্রিস্টাইলে বিশ্ব আসরে অংশ নেয়ার ক্ষেত্রে নিজের যোগ্যতা দেখিয়েছেন বাহরাইনের এ বালিকা। হিটে হয়েছেন তৃতীয়। তাই আরেকবার বিস্মিত হয়েছে সাঁতার বিশ্ব। রাশিয়ার কাজানে চলমান বিশ্ব সাঁতারের আসরে এখন সবচেয়ে আলোচিত মুখ আলজাইন পরবর্তী লক্ষ্য স্থির করেছেন আগামী বছর রিও ডি জেনিরো অলিম্পিকে সাঁতরে অনেক বেশি ভাল করার দিকে। ৫০ মিটার বাটারফ্লাইয়ের হিটে লড়েছেন বিশ্ব সাঁতারের দুই তারকা কেট ক্যাম্পবেল ও সারাহ সিওস্ট্রমের সঙ্গে। সবার পরে অনেক বেশি সময় নিয়ে শেষ করেছেন অবশ্য আলজাইন। হিটে অংশ নেয়া ৬৪ প্রতিযোগীর মধ্যেও তাঁর অবস্থান ছিল সবার পরে। যে কোন বয়সের প্রতিযোগী বিশ্ব আসর কিংবা অলিম্পিকে অংশ নিতে পারবে বলে জানিয়ে দিয়েছে বিশ্ব সাঁতারের নিয়ন্ত্রক সংস্থা ফিনা (এফআইএনএ)। বয়সে ছোট্ট এবং এই প্রথম এত বড় আসরে প্রতিযোগিতায় নামার পর দারুণ উচ্ছ্বসিত এ বালিকা পরিষ্কার ইংরেজীতে সংবাদ সম্মেলনে বলেন, ‘আমার পরবর্তী লক্ষ্য অলিম্পিকে সাঁতরানো, কিন্তু তখন আমি সবার শেষে থাকতে চাই না।’ তাঁর সেই কথাটা যে শুধু মুখের নয়, কাজেরও সেই প্রমাণ দিলেন ৫০ মিটার ফ্রিস্টাইলে। এবার হিটে হয়েছেন তৃতীয়। যদিও এ ইভেন্টের ১১৩ প্রতিযোগীর মধ্যে ১০৫তম হয়েছেন। সময় নিয়েছেন ৩৫.৭৮ সেকেন্ড। এটি তাঁর ব্যক্তিগত সেরা টাইমিং। এদিনও হিটের সেরা ছিলেন কেট ক্যাম্পবেল। তাঁর চেয়ে ১১ সেকেন্ড পিছিয়ে থেকে শেষ করেছেন আলজাইন। নিজের আদর্শ যুক্তরাষ্ট্রের সাঁতার বিস্ময় মিসি ফ্র্যাঙ্কলিন ও সিওস্ট্রমের সঙ্গে সাক্ষাত করতে পেরে দারুণ খুশি এ স্কুল বালিকা। দুই ইভেন্টেই এদের সঙ্গে সাঁতরেছেন। এ কারণে নিজের টাইমিং নিয়ে বলেন, ‘আমি যেটা চেয়েছিলাম সেই টাইমিংটা করতে পারিনি। কিন্তু আমি নিজের সেরাটাকে অতিক্রম করেছি। সুতরাং আমি অনেক আনন্দিত।’ অন্য প্রতিযোগীদেরও মনোযোগ কেড়ে নিয়েছেন আলজাইন।
×