ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মূলধন বাড়াবে ইউনাইটেড এয়ার

প্রকাশিত: ০৬:৪৭, ৯ আগস্ট ২০১৫

মূলধন বাড়াবে ইউনাইটেড এয়ার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেডের মূলধন বাড়ানোর অনুমোদন দিয়েছে কোম্পানির শেয়ারহোল্ডাররা। একই সঙ্গে শেয়ারহোল্ডাররা কোম্পানির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা থেকে দেড় হাজার কোটি করার অনুমোদন দেয়। সম্প্রতি কোম্পানিটির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডাররা এ অনুমোদন দেয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটি দেশী ও বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে ৬২৪ কোটি ৮০ লাখ ৮৮ হাজার টাকা তুলবে। এর জন্য কোম্পানিকে ৬২ কোটি ৪৮ লাখ ৮ হাজার ৮০০ শেয়ার ছাড়তে হবে। তবে সব কিছু নির্ভর করছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের ওপর। -অর্থনৈতিক রিপোর্টার কেডিএসের আইপিও আবেদন শুরু আজ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া কেডিএস এক্সেসরিজের আবেদন গ্রহণ আজ রবিবার থেকে শুরু হবে। চলবে ২০ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত। দেশী ও প্রবাসী উভয় বিনিয়োগকারীর জন্য এই সময় প্রযোজ্য। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৪৫তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়। কোম্পানিটি পুঁজিবাজারে ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ২৪ কোটি টাকা সংগ্রহ করবে। এই কোম্পানিকে ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ১০ টাকা প্রিমিয়ামসহ ২০ টাকা মূল্যে শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে কমিশন। ২৫০টি শেয়ার নিয়ে এর লট। একজন বিনিয়োগকারী একক নামে একটি এবং যৌথ নামে আরও একটি লটের জন্য আবেদন করতে পারবেন। প্রত্যেকটি আবেদনের জন্য তাকে গুনতে হবে ৫ হাজার টাকা। -অর্থনৈতিক রিপোর্টার
×