ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশিত: ০৬:৫৩, ৯ আগস্ট ২০১৫

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

(পূর্ব প্রকাশের পর) বহুনির্বাচনী প্রশ্ন : ১. কোনটি দলবদ্ধ জীবনের আবেগময় ভিত্তি? ক) বিবাহ খ) আত্মীয় গ) বিদ্যালয় ঘ) ধর্ম ২. উঁচু বর্ণের পাত্রের সাথে নিচু বর্ণের পাত্রীর বিয়ের মাধ্যমে কোন পরিবার গড়ে ওঠে? ক) প্রতিলোম খ) অনুলোম গ) অন্তর্গোত্র ঘ) বহির্গোত্র ৩. শফিক সাহেবের চারজন স্ত্রী ও পনেরজন সন্তান রয়েছে। এ পরিবারটি সাধারণত দেখা যায়Ñ র) গ্রামীণ মুসলিম পরিবারে রর) অধিক স্ত্রীলোক বিশিষ্ট সমাজে ররর) শিল্পায়িত আধুনিক সমাজে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও রর ঘ) রর ও ররর ৪. বর্তমানে একক পরিবার গঠন প্রবণতার বেশির ভাগ কারণÑ র) অর্থনৈতিক কারণে বড় পরিবারের ব্যয় নির্বাহ কঠিন রর) মানুষের মাঝে ব্যক্তি স্বাতন্ত্র্যের ধারণা বৃদ্ধি পায় ররর) শিল্প-বাণিজ্যের প্রসারের ফলে মানুষ শহরমুখী ও আত্মকেন্দ্রিক হচ্ছে নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও রর গ) র ও রর ঘ) র, রর ও ররর ৫. বিবাহোত্তর স্বামী-স্ত্রী বসবাসের স্থানের ভিত্তিতে পরিবার কয় ধরনের? ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ ৬. কোন ধরনের পরিবারের বংশ পরিচয় প্রধানত পুরুষ সূত্র দ্বারা নির্ধারিত হয়? ক) পিতৃতান্ত্রিক খ) মাতৃতান্ত্রিক গ) মাতৃবাস ঘ) পিতৃবাস ৭. সুসানদের পরিবারের সকল নিদ্ধান্ত তার বাবাই নিয়ে থাকেন। এক্ষেত্রে তার মায়ের ভূমিকা নেই। সুসানদের পরিবার কোন ধরনের পরিবার। ক) একক খ) বর্ধিত গ) পিতৃতান্ত্রিক ঘ) মাতৃতান্ত্রিক ৮. আমাদের দেশে কোন সমাজে বর্ধিত পরিবার দেখা যায়? ক) গ্রামীণ কৃষি সমাজে খ) গ্রামীণ মুসলিম সমাজে গ) গারো সমাজে ঘ) খাসিয়া সমাজে ৯. পরিবারের মাধ্যমে নিশ্চিত হয়Ñ র) সাংস্কৃতিক নিরাপত্তা রর) রাজনৈতিক নিরাপত্তা ররর) অর্থনৈতিক নিরাপত্তা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১০. পরিবারের মাধ্যমে গড়ে ওঠে মানুষের- র) কৃত্রিম সম্পর্ক রর) নিশ্চিত সম্পর্ক ররর) অকৃত্রিম সম্পর্ক নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১১. বর্ধিত পরিবার কয় পুরুষে আবদ্ধ? ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫ ১২. অতীতে কোনটি অর্থনৈতিক কার্যকলাপের মূল কেন্দ্রস্থল ছিল? ক) কারখানা খ) রাষ্ট্র গ) বাজার ঘ) পরিবার ১৩. বহুপতœী পরিবার প্রথা প্রচলিত রয়েছে- র) এস্কিমো উপজাতি সমাজে রর) আফ্রিকার নিগ্রোদের সমাজে ররর) কৃষিভিত্তিক গ্রামীণ মুসলিম সমাজে ১৪. পিতৃসূত্রীয় পরিবারে সন্তান-সন্ততি কার বংশ মর্যাদার অধিকারী হয়ে থাকে? ক) মাতার খ) পিতার গ) দাদীর ঘ) দাদার ১৫. বড়দের সেবা ও ছোটদের আদর-যতেœর দ্বারা পরিবার যোগান দেয়Ñ র) উৎসাহ রর) উদ্দীপনা ররর) কর্মশক্তি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৬. উন্নত সাংস্কৃতিক পরিবেশে মানুষের- র) মানবিক গুণাবলী বিকশিত হয় রর) আচার আচরণ উন্নত হয়হ ররর) মনের প্রসারতা বাড়ে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
×