ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৫৩, ৯ আগস্ট ২০১৫

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

(পূর্ব প্রকাশের পর) ২২. টপোলজি কোনটি? ক) এফটিপি খ) হাব গ) রিং ঘ) সুইচ ২৩. কোন টপোলজিতে যে কোনো একটি কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে? ক) রিং খ) বাস গ) ট্রি ঘ) মেশ ২৪. বিভিন্ন শিটে আসা যাওয়া করার জন্য ব্যবহার করা হয় কোনটি? ক) স্ট্যাটাস বার খ) অ্যাড্রেস বার গ) শিট ট্যাব ঘ) রিবন ২৫. ওয়ার্কশিটে ফাংশন কমান্ড পাওয়া যায় কোন ট্যাবে? ক) ফাইল খ) ইনসার্ট গ) ফর্মুলাস ঘ) ভিউ ২৬. কম্পিউটার ভাইরাস বহনকারী মাধ্যম নিচের কোনটি? ক) নেটওয়ার্ক খ) মডেম গ) পেনড্রাইভ ঘ) রাউটার ২৭. স্প্রেডশিটের কোন সেলে ডাটা এন্ট্রি করতে হয়? ক) সক্রিয় সেল খ) নিষ্ক্রিয় সেল গ) সাধারণ সেল ঘ) যেকোনো সেল ২৮. ছোট নেটওয়ার্কের জন্য অনেক প্রতিষ্ঠানই কোনটি ব্যবহার করে? ক) রিপিটার খ) হাব গ) রাউটার ঘ) ব্রিজ ২৯. বাংলাদেশ সরকারের ই-বুক ওয়েবসাইটে পাঠ্যপুস্তকের সংখ্যা কত? ক) ২০০ খ) ৩০০ গ) ৪০০ ঘ) ৫০০ ৩০. জুম করার স্ক্রোল কোথায় থাকে? ক) স্ট্যাটাস বারের ডান দিকে খ) স্ট্যাটাস বারের বাম দিকে গ) এ্যাড্রেস বারের ডান দিকে ঘ) এ্যাড্রেস বারের বাম দিকে ৩১. রেডিও শোনার আধুনিক ব্যবস্থা কোনটি? ক) ইন্টারকম খ) ইন্টারনেট গ) ইন্টারপ্রেটার ঘ) টেলিভিশন ৩২. এক্সেলে যোগ করা যায় কতভাবে? ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫ ৩৩. নিচের কোনটি আবিষ্কারের পর জটিল ও দীর্ঘ হিসেবের সমস্যা দূর হয়েছে? ক) রেডিও খ) রকেট গ) কম্পিউটার ঘ) ল্যাপটপ ৩৪. ল্যাপটপ থেকে একটু ছোট নিচের কোনটি? ক) ডেস্কটপ খ) নোটবুক গ) স্মার্টফোন ঘ) পামটপ ৩৫. এ্যাপ্লিকেশন সফটওয়্যার কী ভেদে বিভিন্ন রকম হয়? ক) আকারভেদে খ) ব্যবহারকারী ভেদে গ) কম্পিউটার ভেদে ঘ) কাজ ভেদে ৩৬. ইন্টারনেটের মাধ্যমে আমরা- র. রেডিও শুনতে পারি রর. টেলিভিশন দেখতে পারি ররর. চিঠি আদান-প্রদান করতে পারি নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৩৭. রেডিও এর মাধ্যমে নিচের কোন কাজটি করা যায়? ক) লেখালেখি করা খ) গান ও খবর শোনা গ) ছবি দেখা ঘ) কথা বলা ৩৮. ম্যালওয়্যার কী? ক) ভালো সফটওয়্যার খ) হার্ডওয়্যার গ) ভাইরাস ঘ) ক্ষতিকর সফটওয়্যার ৩৯. কাসরকে ওয়ার্কশিটের যেকোনো সেলে নেওয়া যায় কোন কী চেপে? র. অ্যারো কী রর. ট্যাব কী ররর. এন্টার কী নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৪০. সেলের বিষয়বস্তু দেখানো হয় কোথায়? ক) ফর্মুলা বারে খ) টাইটেল বারে গ) স্ট্যাটাস বারে ঘ) রিবনে ৪১. ই-মেইল ঠিকানায় @ এর পরে কী থাকে? ক) ইউজার নেম খ) হোস্ট নেম গ) ডোমেইন নেম ঘ) প্রতিষ্ঠানের নাম ৪২. পৃথিবীর তথ্য ভা-ার কেমন? ক) সীমিত খ) অল্প গ) বিশাল ঘ) সংরক্ষিত ৪৩. সাইবার যুদ্ধ সংঘটিত হয় কোথায়? ক) মোবাইলে খ) কম্পিউটারে গ) ইন্টারনেটে ঘ) টেলিভিশনে ৪৪. পাসওয়ার্ড বের করার জন্য ব্যবহার করা হয়- র. বিশেষ কম্পিউটার রর. বিশেষ রোবট ররর. বিশেষ সার্ভার নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৪৫. ব্যবসায়িক লেনদেনে কোন মাধ্যমটি ভূমিকা রাখে? ক) ফ্যাক্স খ) মোবাইল ফোন গ) রেডিও ঘ) বীঃৎপৎবঃ ৪৬. িিীিনফলড়নং.পড়স-এটি কী ধরনের ওয়েবসাইট? ক) চাকরি সম্পর্কিত খ) ঙঁঃংড়ঁৎবরহম সম্পর্কিত গ) ব-সধরষ সম্পর্কিত ঘ) বেচা-কেনা সম্পর্কিত ৪৭. বর্তমানে কাগজের স্প্রেডশিটের স্থান দখল করেছে কোন প্রোগ্রাম? ক) মাইক্রোসফট এক্সিস খ) মাইক্রোসফট এক্সেল গ) মাইক্রোসফট ওয়ার্ড ঘ) মাইক্রোসফট পাবলিশার ৪৮. বিভিন্ন কাজের সময় তাৎক্ষণিক অবস্থা দেখা যায় কোথায়? ক) শিট ট্যাবে খ) স্ট্যাটাস বারে গ) রিবনে ঘ) অ্যাড্রেস বারে উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: প্রতিনিয়তই আমাদের সমাজে নতুন নতুন তথ্য তৈরি হচ্ছে। আর এসব তথ্য তৈরি করছে ব্যক্তি, প্রতিষ্ঠান, সরকারি বা বেসরকারি সংস্থা। এসব তথ্য জানা যেমন নাগরিকের অধিকার তেমনি জনগণের কাছে কর্তৃপক্ষের দায়বদ্ধতা। এসব তথ্য জানা জনগণের জন্য কল্যাণকর। ৪৯. নিচের কোনটি কম্পিউটার প্রোগ্রাম? ক) নির্বাচন কমিশন খ) শিক্ষা কমিশন গ) তথ্য কমিশন ঘ) মানবাধিকার কমিশন ৫০. আন্তর্জাতিক যোগাযোগে কম্পিউটার ব্যবহারের উল্লেখযোগ্য ক্ষেত্র কোনটি? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর সঠিক উত্তর: ১. (ক) ২. (ক) ৩. (গ) ৪. (খ) ৫. (ঘ) ৬. (গ) ৭. (ঘ) ৮. (ঘ) ৯. (ঘ) ১০. (ক) ১১. (ক) ১২. (খ) ১৩. (ক) ১৪. (ক) ১৫. (ক) ১৬. (ক) ১৭. (ঘ) ১৮. (ক) ১৯. (ক) ২০. (ঘ) ২১. (গ) ২২. (গ) ২৩. (ক) ২৪. (গ) ২৫. (গ) ২৬. (গ) ২৭. (ক) ২৮. (খ) ২৯. (খ) ৩০. (ক) ৩১. (খ) ৩২. (ক) ৩৩. (গ) ৩৪. (খ) ৩৫. (ঘ) ৩৬. (ঘ) ৩৭. (খ) ৩৮. (ঘ) ৩৯. (ঘ) ৪০. (ক) ৪১. (খ) ৪২. (গ) ৪৩. (গ) ৪৪. (ক) ৪৫. (ক) ৪৬. (ক) ৪৭. (খ) ৪৮. (খ) ৪৯. (ক) ৫০. (ক)
×