ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ব্লগার নিলয় হত্যায় ইউরোপীয় ইউনিয়নের গভীর উদ্বেগ ও নিন্দা

প্রকাশিত: ০৫:৪৬, ১০ আগস্ট ২০১৫

ব্লগার নিলয় হত্যায় ইউরোপীয় ইউনিয়নের গভীর উদ্বেগ ও নিন্দা

স্টাফ রিপোর্টার ॥ ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যয় ওরফে নিলয় নীল হত্যার ঘটনা দ্রুত তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতেও তাগিদ দিয়েছে ইউরোপের ২৮ দেশের এই রাষ্ট্রীয় জোট। রবিবার ঢাকার ইউরোপীয় ইউনিয়ন অফিস থেকে পাঠানো এক বিবৃতিতে এই তাগিদ দেয়া হয়। ব্লগার নিলয় নীল হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়নের এই বিবৃতিতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন এই ঘটনায় নিন্দা জানাচ্ছে। একই সঙ্গে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় সংস্থাটি। বিবৃতিতে বলা হয়, আমরা আশাকরি বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী এই হত্যাকা-ে জড়িতদের অবিলম্বে খুঁজে বের করবে। একই সঙ্গে এই ধরনের হত্যাকা- প্রতিরোধের লক্ষ্যে দোষীদের দ্রুত বিচারের মুখোমুখি করা হবে। বাংলাদেশে গত ছয় মাসে চারজন ব্লগার হত্যা প্রমাণ করে অপরাধীরা মত প্রকাশের স্বাধীনতাকে দমন করতে চায়। তবে ইতিহাস বলছে, বাংলাদেশের সাধারণ জনগণ কোন ধরনের ভয় প্রদর্শন সহ্য করে না। এতে আরও বলা হয়, মত প্রকাশের স্বাধীনতার প্রথম শর্তই হলো ‘অভিব্যক্তির স্বাধীনতা’। উল্লেখ্য, শুক্রবার ঢাকায় বাসায় ঢুকে ব্লগার নিলয় নীলকে হত্যা করে দুর্বৃত্তরা। এর আগে আরও ছয়জন ব্লগারকে হত্যা করা হয়। ব্লগার হত্যার ঘটনায় বিভিন্ন দেশ উদ্বেগ প্রকাশ করে আসছে। একই সঙ্গে হত্যাকা-ে জড়িতদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি করছে জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন সংস্থা ও দেশ।
×