ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিলুপ্ত ছিটমহলে পুলিশের তদন্ত কেন্দ্র স্থাপন করা হবে

প্রকাশিত: ০৫:৫৭, ১০ আগস্ট ২০১৫

বিলুপ্ত ছিটমহলে পুলিশের তদন্ত কেন্দ্র স্থাপন করা হবে

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ডিমলা উপজেলায় বিলুপ্ত চার ছিটমহলের ১১৯ পরিবারের ৫৪৫ সদস্যকে নিরাপত্তা দিতে একটি পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপন করা হবে। পাশাপাশি বিলুপ্ত ছিটমহলবাসীকে নিয়ে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করা হবে। রবিবার দুপুরে বিলুপ্ত বড়খানকি ছিটমহলে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভায় এ কথা জানান নীলফামারীর পুলিশ সুপার জাকির হোসেন খান। তিনি আরও বলেন, গত ১ আগস্ট বাংলাদেশের এ ভূখ-ে পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এখানে কেউ কোন প্রকার অপরাধ সংঘটিত করলে পুলিশের হাত থেকে রক্ষা পাবে না। আপনাদের কোন সমস্যা হলে সঙ্গে সঙ্গে থানা পুলিশের সহযোগিতা নেবেন। পুলিশ সব সময় আপনাদের পাশে আছে এবং থাকবে। এ সময় সভায় উপস্থিত বিলুপ্ত ছিটমহলের বাসিন্দা ১০৬ বছরের বৃদ্ধ ময়মন নেছা পুলিশ সুপারের কাছে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নজর দেখার আকুতি তুলে ধরেন। পুলিশ সুপার তার এই আকুতির বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করার আশ্বাস দেন। এতে নীলফামারীর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ফিরোজ কবির সভাপতিত্ব করেন।
×