ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের বাইরে প্রার্থীর খোঁজে রিপাবলিকান নেতারা

প্রকাশিত: ০৬:১৭, ১০ আগস্ট ২০১৫

ট্রাম্পের বাইরে প্রার্থীর খোঁজে রিপাবলিকান নেতারা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির নেতারা ধনাঢ্য মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের বইরেও প্রার্থী খুঁজছে। তারা মনে করছেন যে, প্রেসিডেন্ট পদে তর প্রার্থিতা বাধার মুখে পড়েছে এবং ব্যর্থ হতে শুরু করেছে। কারণ তিনি ফক্স নিউজ চ্যানেলের এক তারকা-উপস্থাপিকাকে বারবার কটাক্ষ করেছিলেন এবং তিনি দলের চূড়ান্ত প্রার্থীর প্রতি তার আনুগত্যের প্রতিশ্রুতি দিতে অস্বীকার করছেন। খবর ওয়াশিংটন পোস্ট অনলাইনের। ট্রাম্পের জ্বালাময়ী কথাবার্তা রিপাবলিকান পার্টির সুনামের গুরুতর ক্ষতি করেছে বলে আশঙ্কা করছেন দলীয় নেতারা। তারা এখন ট্রাম্পের সাইডশো ছেড়ে গবর্নর, সিনেটর ও অন্যান্য প্রার্থীর মধ্যে আরও গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠানের দিকে দৃষ্টি দেয়ার আশা করছেন। তারা স্বীকার করেন যে, মেগাফোন নিয়ে ট্রাম্পের উদ্ভট অঙ্গভঙ্গি এবং তার সমর্থকদের আবেগ তার প্রার্থিতা নিয়ে যে কোন হিসেব-নিকেশ ঝুঁকিবহুল করে তুলেছে। গত সপ্তাহে অনুষ্ঠিত রিপাবলিকান পার্টির প্রেসিডেন্সিয়াল ডিবেটের সময় ও পরে ট্রাম্পের খামখেয়ালিপূর্ণ আচরণ শনিবার দলের সর্বত্র বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে এবং তার প্রার্থী হওয়ার চেষ্টার পুনর্মূল্যায়নের তাগিদ দেয়। শুক্রবার রাতে সিএনএনের কাছে ট্রাম্পের মন্তব্যই ছিল অনেকের কাছে আলোচনার সর্বশেষ ঘটনা। এতে তিনি বলেছিলেন যে, ফক্স সঞ্চালক মেগিন কেলির চোখ দিয়ে রক্ত বেরুচ্ছে, তার দেহের যে কোন স্থান দিয়েই রক্ত বেরুচ্ছে। অন্যতম প্রার্থী সিনেটর লিন্ডসে ও গ্রাহাম বলেন, ট্রাম্প রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদে বিজয়ী হওয়ার সুযোগ বিপন্ন করছেন। তিনি এক সাক্ষাতকারে ট্রাম্পের সঙ্গে দহরম-মহরম বন্ধ করতে দলীয় নেতাদের প্রতি আহ্বান জানান। গ্রাহাম বলেন, ডোলান্ড ট্রাম্প রিপাবলিকানদের ভেতর দিয়ে এক নিয়ন্ত্রণবিহীন গাড়ি চালিয়ে যাচ্ছেন এবং তাকে গাড়ি থেকে বের করতে কারও এগিয়ে যাওয়া প্রয়োজন।
×