ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইয়েমেনের আরেক গুরুত্বপূর্ণ শহর হুতিবিরোধী বাহিনীর দখলে

প্রকাশিত: ০৬:১৮, ১০ আগস্ট ২০১৫

ইয়েমেনের আরেক গুরুত্বপূর্ণ শহর হুতিবিরোধী  বাহিনীর দখলে

ইয়েমেনে আরব সামরিক জোটের মদদপুষ্ট সৈন্যরা শনিবার দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ জিনজিবার শহর দখল করে নিয়েছে। লড়াইয়ে আরব আমিরাতের তিন সৈন্য নিহত হয়েছে। স্থানীয় ও মিলিশিয়া সূত্রে এ কথা জানা গেছে। তারা হুতিদের নিয়ন্ত্রণে থাকা অপর শহর দখলে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আরব সাগরের তীরে আবইয়ান প্রদেশের শহরে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে সবচেয়ে বড় লড়াইটি সংঘটিত হয়েছে। গত মাসে এডেন বন্দরের দখল নেয়ার পর এটাই হলো চতুর্থ আঞ্চলিক রাজধানী দখলের ঘটনা। জিনজিবার শহরের উত্তরাঞ্চলীয় ও দক্ষিণাঞ্চলীয় এলাকা সফলভাবে দখল করার কথা সামরিক উদ্ধৃতি দিয়ে এএফপি নিশ্চিত করেছে। এদিকে হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা তিয়াজ শহরের লড়াইয়ে অন্তত আট বেসামরিক লোক নিহত হয়েছে। ডব্লিউএএম শনিবার এক প্রতিবেদনে জানায়, সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর সঙ্গে হুতিদের লড়াইয়ে আমিরাতের তিন সদস্য নিহত হয়েছে। -ওয়েবসাইট।
×