ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জাতীয় জাদুঘরের ১০২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান

প্রকাশিত: ০৬:২১, ১০ আগস্ট ২০১৫

জাতীয় জাদুঘরের ১০২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার ॥ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সংগ্রহ ভা-ার বাংলাদেশ জাতীয় জাদুঘর। বাঙালী জাতির গর্বের ও গৌরবের এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালাভ করে ১৯১৩ সালে। প্রতিষ্ঠানটির ১০২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনেশনিবার বিকেলে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয় । এতে ‘মিউজিয়াম : এ্যা সেন্টার অব এডুকেশন এ্যান্ড হেরিটেজ স্টাডিজ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ইতিহাসবিদ অধ্যাপক ড. শরীফ উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। প্রবন্ধের ওপর আলোচনা করেন স্থপতি, কবি ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য রবিউল হুসাইন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতœতত্ত্ব বিভাগের অধ্যাপক বুলবুল আহমেদ। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের বোর্ড অব স্ট্রাস্টিজের সভাপতি এম আজিজুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই সঙ্গীত পরিবেশন করেন লুইপা ও অনন্যা। অনুষ্ঠানমালার দ্বিতীয় পর্বে জাদুঘরের প্রধান মিলনায়তনে সাধনা উপমহাদেশীয় সংস্কৃতি প্রসার কেন্দ্রের সহায়তায় আয়োজন করা হয় ‘নুপুর বেজে যায়’ নৃত্যানুষ্ঠানের। নৃত্যানুষ্ঠানে সুর আর নূপুরের ব্যঞ্জনায় বিমোহিত হয় দর্শক।
×