ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইজিসিসিতে চঞ্চল খানের রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা

প্রকাশিত: ০৬:২১, ১০ আগস্ট ২০১৫

আইজিসিসিতে চঞ্চল খানের রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা

স্টাফ রিপোর্টার ॥ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৪তম প্রয়াণ দিবস উপলক্ষে বিশেষ সঙ্গীতের আসর বসে গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে শনিবার সন্ধ্যায়। সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে ঢাকার ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র। অনুষ্ঠানে একক রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন শিল্পী ড. চঞ্চল খান। অনুষ্ঠানে পরিবেশন করেন ‘আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাইনি তোমায়’, ‘মোর পথিকেরে বুঝি’, ‘কৃষ্ণকলি আমি তারেই বলি’, ‘যেতে যেতে একলা পথে’, ‘আমায় দাওগো বলে’, ‘আজি ঝড়ের রাতে’, ‘তুমি কি কেবলই ছবি’, ‘প্রাঙ্গণে মোর’, ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন’, ‘যারা বিহান বেলায়’ প্রভৃতি গান। শিল্পীর সঙ্গে তবলায় সঙ্গত করেন গৌতম সরকার, কিবোর্ডে রূপতনু দাস শর্মা, গিটারে সাকিল মোহাম্মদ দিপন ও এসরাজে আশোক কুমার সরকার।
×