ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সৌদিতে জঙ্গী হামলায়

নিহত আফাজ ও জীবনের বাড়িতে মাতম

প্রকাশিত: ০৬:২৪, ১০ আগস্ট ২০১৫

নিহত আফাজ ও জীবনের বাড়িতে মাতম

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৯ আগস্ট ॥ সৌদি আরবের আবহ শহরে আইএসআই জঙ্গীদের আত্মঘাতী বোমা হামলায় নিহত আফাজউদ্দিনের বাড়িতে চলছে বর্তমানে শোকের মাতন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারের লোকজন এখন দিশেহারা। আগত সন্তানের ভবিষ্যত চিন্তা করে সদ্য বিবাহিত স্ত্রী নূর জাহান আঁখি বার বার মূর্ছা যাচ্ছেন। আফাজের পরিবারের দাবি আফাজের লাশ যেন দ্রুত পৌঁছে দেয় সরকার। লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের অধিবাসী নূরনবীর ছেলে আফাজউদ্দিন আজাদ। পরিবারের সদস্যদের মুখে ডাল-ভাত তুলে দিয়ে একটু সুখের আশায় প্রায় আট বছর পূর্বে সৌদির উদ্দেশে বাবার জায়গা জমি বিক্রি করে সেখানে পাড়ি জমান। আবহ শহরে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন আফাজউদ্দিন আজাদ। গত নয় মাস আগে ছুটিতে দেশে ফিরে একই উপজেলার চরমনসা গ্রামের নুরুল ইসলামের মেয়ে নূরজাহান আঁখির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আফাজ। বর্তমানে আঁখি ছয় মাসের অন্তঃসত্ত্বা। আগত শিশু সন্তানের ভবিষ্যত নিয়ে নববধূ আঁখি চোখেমুখে অন্ধকার দেখছেন। নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা থেকে জানান, সৌদি আরবে আত্মঘাতী বোমা হামলায় নিহত ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের আসাদনগর গ্রামের জীবন ভূঁইয়ার বাড়িতে চলছে শোকের মাতম। জানা যায়, জীবন ভূঁইয়া সাত বছর আগে সৌদি আরবে যান। তিনি সৌদিতে সেনাবাহিনীর খাবারের ক্যান্টিনে কাজ করতেন। গত বৃহস্পতিবার দেশটির আবহা এলাকার মসজিদে জোহরের নামাজ আদায়কালে আত্মঘাতী বোমা হামলায় তিনি নিহত হন।
×