ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এসএম সুলতানের ৯১তম জন্মজয়ন্তী আজ

প্রকাশিত: ০৬:২৪, ১০ আগস্ট ২০১৫

এসএম সুলতানের ৯১তম জন্মজয়ন্তী আজ

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ৯ আগস্ট ॥ শিশু, বৃক্ষ, মানুষ, প্রকৃতিÑ সবকিছুর প্রতিই তার অফুরন্ত ভালবাসা। শুধু রঙ তুলির স্পর্শে এর মধ্যে তিনি সৌন্দর্য অন্বেষণ করেননি, বাস্তবেও প্রমাণ দিয়েছেন ভালবাসার। তাই ঢাকার ফুটপাত থেকে দুর্লভ নাগালঙ্গম বৃক্ষ নিধন হতে দেখে তার চোখ প্লাবিত হয়েছিল। বলতেন, এতো একটি বৃক্ষের নিঃশেষ নয়, গোটা জীবনের পরিসমাপ্তি। সারাজীবনের সমস্ত সঞ্চয় তিনি ব্যয় করেন শিশুদের কল্যাণে নির্দ্ধিধায়। সেই মহান মানুষটি হলেন শিল্পী এসএম সুলতান। আজ ১০ আগস্ট সোমবার। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯১তম জন্মজয়ন্তী । এ উপলক্ষে নড়াইলে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। ১৯২৪ সালের এ দিনে নড়াইলের শ্যামল ছায়াঘেরা চিত্রা পাড়ের মাছিমদিয়া গ্রামের দরিদ্র রাজমিস্ত্রি মেছের আলীর ঘরে জন্মগ্রহণ করেন। বাবা-মা আদর করে নাম রাখেন লাল মিয়া। তার অসাধারণ তুলির আঁচড়ে বিশ্বখ্যাত চিত্রশিল্পী হিসেবে পরিচিতি লাভ করেন। শিল্পী সুলতান ছিলেন মাটি ও মানুষের শিল্পী। তার তুলিতে ফুটে উঠেছে গ্রাম বাংলার মেহনতি মানুষের ছবি। তিনি ভালবাসতেন শিশু-কিশোর ও জীবজন্তুদের। সে কারণেই সবকিছু ছেড়ে জন্মস্থান নড়াইলের মাছিমদিয়ায় জীবনযাপন করেন। শিল্পী জন্মেছিলেন সবুজ স্নিগ্ধতায় ছাওয়া নড়াইলের উপকণ্ঠে। স্কুলে পড়ার সময় ডঃ শ্যামা প্রসাদের বক্তৃতাদানরত ছবি একে প্রশংসা পেয়েছিলেন। ১৯৩৮ সালে তিনি কলকাতা যান। ৪১-এ ভর্তি হন কলকাতা আর্ট স্কুলে। চারশ’ প্রতিযোগীর মধ্যে ভর্তি পরীক্ষায় অঙ্কনে প্রথম স্থান অধিকার করেন।
×