ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চাঁদা দাবিতে হামলা মামলা তুলে নিতে বাদীকে হুমকির অভিযোগ

প্রকাশিত: ০৬:২৫, ১০ আগস্ট ২০১৫

চাঁদা দাবিতে হামলা  মামলা তুলে নিতে বাদীকে হুমকির অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ৯ আগস্ট ॥ পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়ায় চাঁদার দাবিতে মতিউর ও কলম খান নামে দুজনকে কুপিয়ে আহত করেছে এলাকার মাদক ব্যাবসায়ী সন্ত্রাসী আবুয়াল হোসেন তোতার নেতৃত্বে একদল সন্ত্রাসী। ঘটনাটি ঘটেছে পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ধনখালী গ্রামের মুসলিম বাজারে দেলোয়ার খানের দোকানে। গুরুতর আহত কলম খানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় ৪ আগস্ট একটি মামলা হয়েছে। যার নং-৩৭২, তারিখ ০৪-০৮-১৫। এদিকে সন্ত্রাসীরা মামলা তুলে নিতে বাদী দেলোয়ার খানকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন বলে তিনি অভিযোগ করেন। মামলার বিবরণে জানা গেছে, এলাকার ব্যবসায়ী দেলোয়ারের ভাই সৌদি প্রবাসী জাফর খান একটি বাড়ির নির্মাণ কাজ শুরু করেন। এ জন্য ওই এলাকার বখাটে, চাঁদাবাজ, ছিনতাইকারী ও মাদকসেবী ও ব্যবসায়ী রাহাত সিকদার (২২), নিজাম ফকির (২৫), জুয়েল গাজী (৩০) ও তাদের সহযোগীরা সৌদি প্রবাসী জাফর খান ও তার বড় ভাই দেলোয়ার খানের কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় গত ০৩ আগস্ট অজ্ঞাতনামা ১০Ñ১২ জন সন্ত্রাসী দোকানে এসে হামলা চালায়। এ সময় দোকানের সামনে বসা দেলোয়ারের ভাই মতিউর বাধা দিলে তাকে রামদা দিয়ে কোপ দেয়। তাকে বাঁচাতে চাচা কলম খান এগিয়ে এলে তাকেও সন্ত্রাসীরা রামদা ও লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধর করে। এ সময় এলাকার লোক জন ঘটনাস্থল থেকে একজনকে আটক করে। অন্যরা পালিয়ে যায়। ধৃত সন্ত্রাসী জুয়েল গাজীকে (৩০) পুলিশের হাতে সোপর্দ করা হয়।
×