ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে কলেজে কলেজে উল্লাস

প্রকাশিত: ০৬:২৬, ১০ আগস্ট ২০১৫

রাজশাহীতে কলেজে কলেজে উল্লাস

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ এইচএসসির পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ডে এবার পাসের হার ৭৭ দশমিক ৫৪ ভাগ। গতবারের চেয়ে এবার কমেছে পাসের হার। সেই সঙ্গে কমেছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও। এবার রাজশাহী বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার দুই শ’ ৫০ জন। গতবার ছিল ৭ হাজার ৬৪১ জন। রবিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে শিক্ষাবোর্ডের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে পূর্ণাঙ্গ ফল ঘোষণা করা হয়। এর পরপরই শিক্ষার্থীরা কলেজে কলেজে আনন্দ-উল্লাসে মেতে ওঠে। বাজনার তালে তালে নেচে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা। ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, এবার রাজশাহী শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ৪ হাজার ৮৮২ জন। এর মধ্যে পাস করেছে ৮১ হাজার ৩৩০ জন। এই বছর রাজশাহী শিক্ষাবোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়েছিল ২৪ হাজার ৪০৯ জন। এর মধ্যে ১৪ হাজার ৬৮৫ ছাত্র এবং ৯ হাজার ২২৪ ছাত্রী। বিজ্ঞান বিভাগে ৭০ দশমিক ৭৪ পাসের হারে মোট পাস করেছে ১৭ হাজার ২৬৮ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯২৬। গত বছর এই বিভাগে পাসের হার ছিল ৭২ দশমিক ৫৯ শতাংশ। মানবিক বিভাগে মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিল ৫৭ হাজার ৮৯২। এর মধ্যে ২৬ হাজার ৭৩০ ছাত্র ও ৩১ হাজার ১৬২ ছাত্রী। জিপিএ-৫ পেয়েছে ৮৩৮ পরীক্ষার্থী। বাণিজ্য থেকে ২২ হাজার ৫৮১ পরীক্ষার্থীর মধ্যে ছাত্র রয়েছে ১৫ হাজার ৩৫১ এবং ছাত্রী রয়েছে ৭ হাজার ২৩০। ৪৮৬ শিক্ষার্থী জিপিএ-৫সহ পাস করেছে ১৯ হাজার ৩৩৯ জন। এদিকে রাজশাহী কলেজের বিজ্ঞান বিভাগের ৩০২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। একই কলেজের মানবিক বিভাগের ১৪৪ জনের মধ্যে পাস করেছে সবাই। জিপিএ-৫ পেয়েছে ১০২ জন। বাণিজ্য বিভাগের ১৪৩ শিক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৮১ পরীক্ষার্থী।
×