ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শতভাগ তিন ও সবাই ফেল ১৩ প্রতিষ্ঠানে

প্রকাশিত: ০৬:২৭, ১০ আগস্ট ২০১৫

শতভাগ তিন ও সবাই ফেল ১৩ প্রতিষ্ঠানে

যশোর বোর্ডের মাত্র ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস ও ১৩ প্রতিষ্ঠানের সবাই অনুত্তীর্ণ হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানিয়েছেন, যশোর বোর্ডে এবার ৩টি প্রতিষ্ঠানের সবাই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে শীর্ষে রয়েছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ। তাদের ৫৬ শিক্ষার্থীর সবাই পাস করেছে। এছাড়া কুষ্টিয়ার শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ থেকে ১ জন ও খুলনার বরুনাবাজার পিডিসি কলেজিয়েট স্কুল থেকে ১ জন এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে। আর ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউই পাস করতে পারেনি। এর মধ্যে যশোরের রঘুনাথনগর কলেজিয়েট স্কুল থেকে ১ জন, বাগেরহাটের ড. খলিলুর রহমান কলেজ থেকে ৬ জন, খুলনার মুক্তিযোদ্ধা কলেজ থেকে ৩ জন, খুলনার আইআই কলেজ থেকে ৩ জন, মাগুরার দক্ষিণ নওয়াপাড়া সম্মিলনী কলেজ থেকে ১৫ জন, নড়াইলের মুলিয়া পাবলিক কলেজ থেকে ৫ জন, মাগুরার শিবরামপুর স্কুল এ্যান্ড কলেজ থেকে ৯ জন, মাগুরার পাল্লা বহুমুখী স্কুল এ্যান্ড কলেজ থেকে ২২ জন, বাগেরহাটের পিএ ফারুক স্কুল এ্যান্ড কলেজ থেকে ১৩ জন, কুষ্টিয়ার আলহাজ এ গনি কলেজ থেকে ৩৮ জন, ঝিনাইদহের ডিজিপিএল মডেল কলেজ থেকে ৪ জন, ঝিনাইদহের ফজর আলী গার্লস স্কুল এ্যান্ড কলেজ থেকে ১ জন ও খুলনার গাজী আব্দুল জব্বার স্কুল এ্যান্ড কলেজ থেকে ৪ জন এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। কিন্তু কেউই উত্তীর্ণ হতে পারেনি।
×