ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যশোর বোর্ডের শীর্ষে খুলনা, তলানিতে মাগুরা

প্রকাশিত: ০৬:২৮, ১০ আগস্ট ২০১৫

যশোর বোর্ডের শীর্ষে খুলনা, তলানিতে মাগুরা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর বোর্ডের এইচএসসি ফল বিচারে বোর্ড শীর্ষ অবস্থানে রয়েছে খুলনা জেলা। আর দশ জেলার মধ্যে তলানিতে রয়েছে মাগুরা। পাসের হারের ভিত্তিতে যশোর শিক্ষা বোর্ডের তালিকায় এ চিত্র উঠে এসেছে। বোর্ডের তথ্য অনুযায়ী, খুলনা জেলা থেকে ৯৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০ হাজার ৭৩৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১২ হাজার ৫৭৩ জন, পাসের হার ৬০ দশমিক ৬৩। পাসের হারের দিক থেকে তারা শীর্ষ অবস্থানে রয়েছে। আর সবচেয়ে নিচে মাগুরা জেলার পাসের হার ৩১ দশমিক ৬৮। এ জেলার ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সাত হাজার ৪০২ পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২ হাজার ৩৪৫ জন। সাতক্ষীরা জেলার ৬৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩ হাজার ৩৭৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৬ হাজার ৩১৯ জন, পাসের হার ৪৭ দশমিক ২৫। বাগেরহাট জেলার ৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮ হাজার ৫৪০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩ হাজার ৭৯৫ জন, পাসের হার ৪৪ দশমিক ৪৪। মেহেরপুর জেলার ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ হাজার ৮২১ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১ হাজার ৬০৪ জন, পাসের হার ৪১ দশমিক ৯৮। কুষ্টিয়া জেলার ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২ হাজার ৯০২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪ হাজার ৮৯৮ জন, পাসের হার ৩৭ দশমিক ৯৬।
×