ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুটি টার্ফ স্থাপনের প্রতিশ্রুতি

প্রকাশিত: ০৬:৩৩, ১০ আগস্ট ২০১৫

দুটি টার্ফ স্থাপনের  প্রতিশ্রুতি

স্পোর্টস রিপোর্টার ॥ সিলেটে অবস্থিত বাফুফে ফুটবল একাডেমি চালু হলেও একাডেমি মাঠের ইজারা মাত্র পাঁচ বছর থাকায় সেখানে টার্ফ বসাতে পারছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর ফলে বৃষ্টির মৌসুমে সে মাঠে ব্যাহত হচ্ছে একাডেমি শিক্ষার্থীদের প্রশিক্ষণ কার্যক্রম। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বার বার ধর্ণা দিয়েও কোন সুফল পায়নি বাফুফে। তবে দ্রুতই বাফুফে একাডেমি মাঠে টার্ফ বসানোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। ২০১২ সালে শুরু হয় সিলেটের বাফুফে ফুটবল একাডেমির কাজ। গত বছরের নবেম্বরে ৪০ ফুটবলার নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দেশের প্রথম এই ফুটবল একাডেমিটি। তবে প্রধানমন্ত্রীর নির্দেশ থাকার পরেও সরকারী এই খাস জমি বরাদ্দ পেতে বাফুফেকে অপেক্ষা করতে হয়েছিল প্রায় সাড়ে তিন বছর। তারপর সব প্রতিবন্ধকতা পার করে বাফুফে একাডেমি যাত্রা করলেও বর্ষা মৌসুম থাকায় এর সুফল ঠিকমতো ভোগ করতে পারছে না শিক্ষার্থীরা। যদিও বাফুফের পরিকল্পনা ছিল একাডেমির মাঠটি মুড়িয়ে দেয়া হবে আর্টিফিসিয়াল টার্ফে। কিন্তু নিয়মানুযায়ী নির্দিষ্ট ওই মাঠটির ওপর কমপক্ষে ২০ বছরের ইজারা স্বত্ব থাকলেই সেখানে টার্ফ দেবে ফিফা।
×