ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাকিব-লেনোভো বন্ধন আরও জোরালো

প্রকাশিত: ০৬:৩৫, ১০ আগস্ট ২০১৫

সাকিব-লেনোভো বন্ধন আরও জোরালো

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান শনিবার রাজধানীর বনানীতে “সাকিব’স অলরাউন্ডার ডাইনিং” নামে নিজের একটি রেস্টুরেন্টের উদ্বোধন করেছেন। প্রযুক্তিপ্রেমী তরুণ প্রজন্মকে ঘিরে প্রথমবারের মতো তার রেস্টুরেন্টের মেন্যু নির্বাচন ডিজিটালাইজড করতে লেনোভোর মাল্টি-মোড ইয়োগা ট্যাবলেট ২ ব্যবহার করা হবে। এ সময় ব্র্যান্ড এ্যাম্বাসেডর সাকিব আল হাসান ও লেনোভো তাদের বন্ধনকে আরও দৃঢ় করতে নেয়া এ পদক্ষেপটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। অনুষ্ঠানে নিজেদের বন্ধনকে আরও জোরালো করার ঘোষণা দেন বিশ্বের বৃহত্তম পিসি মেকার এবং ট্যাবলেট ও স্মার্টফোনের জগতে উদীয়মান প্রতিযোগী লেনোভো ও বাংলাদেশের শীর্ষ ক্রিকেটার সাকিব আল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে সাকিব জানান, তার রেস্টুরেন্টের আকর্ষণকে আরও বাড়িয়ে তুলতে লেনোভো’র মাল্টি-মোড ইয়োগা ট্যাবলেট-২ কিভাবে ডিজিটাল মেন্যু হিসেবে কাজ করবে। লেনোভো’র ব্র্যান্ড এ্যাম্বাসেডর হিসেবে ভূমিকা সম্পর্কে বলতে গিয়ে সাকিব আল হাসান বলেন, ‘লেনোভো’র সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। কারণ একমাত্র লেনোভোই এমন একটি টেক ব্র্যান্ড যা ভিন্ন মাত্রার পরিপূর্ণ প্রযুক্তির সুবিধাবলী প্রদান করে। লেনোভোর ব্র্যান্ড মন্ত্র হচ্ছে মানুষকে আরও সামর্থবান করে তোলা যা অর্জনযোগ্য ও সাফল্য অর্জন করেছে। এর পাশাপাশি আমরা এটা বিশ্বাস করি, প্রযুক্তি আমাদের দেশের তরুণদের ক্ষমতায়নে সহায়ক হতে পারে এবং শুধু বাংলাদেশে না, সারাবিশ্বে সুযোগ সৃষ্টি করতে পারে।’
×