ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আর্সেনালের শুরু হার দিয়ে

প্রকাশিত: ০৬:৩৬, ১০ আগস্ট ২০১৫

আর্সেনালের শুরু  হার দিয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ মৌসুম শুরুর আগে হাঁকডাক ভালই দিয়েছেন আর্সেন ওয়েঙ্গার। চেলসিকে হারিয়ে কমিউনিটি শিল্ড কাপ জিতে আত্মবিশ্বাসও বেড়েছিল গানার্সদের। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লীগের নতুন মৌসুমের (২০১৫-১৬) শুরুতে নিজেদের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেয়েছেন ওজিল, রামসে, চেকরা। রবিবার ইপিএলে আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে শুভসূচনা করার পাশাপাশি চমক দেখিয়েছে ওয়েস্টহ্যাম ইউনাইটেড। নিউক্যাসল ইউনাইটেড ও সাউদাম্পটনের মধ্যকার আরেক ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। নিজেদের মাঠ লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে স্বাগতিক আর্সেনালকে লজ্জায় ডোবান অতিথি দলের চেইহো কাওয়াটে ও মাওরো জারাটে। এ দু’জন দুই অর্ধে একটি করে গোল করেন। ঘরের মাঠে শুরু থেকেই ওয়েস্টহ্যামের বিপক্ষে চড়াও হয়ে খেলতে থাকে আর্সেনাল। কিন্তু গোল মিসের মহড়ার কারণে তাদের লীগের শুরুটা হলো জঘন্য। ম্যাচের ৪৩ মিনিটে দারুণ গোলে এগিয়ে যায় ওয়েস্টহ্যাম। দিমিট্টি পায়েটের ক্রস থেকে দুর্দান্ত হেডে আর্সেনাল গোলরক্ষক পিটার চেককে পরাস্ত করেন কাওয়াটে। ম্যাচের ৫৭ মিনিটে ওয়েস্টহ্যামের জয় নিশ্চিত করা গোলটি করেন জারাটে। ডান পায়ের প্লেসিং শটে আরেকবার তিনি বোকা বানান এই মৌসুমে চেলসি ছেড়ে আর্সেনালে যোগ দেয়া চেককে।
×