ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভারতের শুভসূচনা

সাফ অনুর্ধ ১৬ ফুটবল

প্রকাশিত: ০৬:৩৭, ১০ আগস্ট ২০১৫

সাফ অনুর্ধ ১৬ ফুটবল

স্পোর্টস রিপোর্টার ॥ সিলেট বিভাগীয় স্টেডিয়ামে শুরু হয়েছে ৬ দেশ নিয়ে সাফ অনুর্ধ ১৬ চ্যাম্পিয়নশিপ ফুটবল। রবিবার উদ্বোধনী দিনে ভারত-শ্রীলঙ্কার কিশোর দল মুখোমুখি হয়। বিশাল জয়ে শুভসূচনা করেছে ভারতের কিশোররা। তারা ৫-০ গোলে বিধ্বস্ত করে লঙ্কান কিশোরদের। টুর্নামেন্টের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ভারতের ফরোয়ার্ড সৌরভ মেহের হ্যাটট্রিক করেন। এ কিশোর ম্যাচের ৩১, ৪৯ ও ৭৪ মিনিটে নিজের গোল তিনটি করেন। দ্বিতীয়ার্ধের শুরুতে আবার আত্মঘাতী একটি গোলে আরও বিপর্যস্ত হয়ে পড়ে শ্রীলঙ্কা। অধিনায়ক মোহাম্মদ আরফানের নিজ ভুলে গোলটি নিজেদের জালে জড়িয়ে যায়। ম্যাচের ৬৬ মিনিটের সময় মোহাম্মদ শাহজাহান আরেকটি গোল করে দলকে বড় জয় পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখেন। শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ভারতের কিশোররা। আজ দ্বিতীয় ম্যাচে একই ভেন্যুতে মালদ্বীপ ও নেপাল মুখোমুখি হবে বিকেল ৫টায়। এবারের আসরে অংশ নিচ্ছে স্বাগতিক বাংলাদেশসহ ভারত, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও আফগানিস্তান। খেলা শেষে নিজের অনুভূতি প্রকাশ করে প্রধান অতিথি অর্থমন্ত্রী মুহিত বলেন, ‘সিলেটের দর্শকরা খুব ভাল। ফুটবল খেলার জনপ্রিয়তা রয়েছে এদেশে। শহরে খুব বেশি উন্মাদনা না থাকলেও গ্রামেগঞ্জে এখনও জনপ্রিয়তার শীর্ষে ফুটবল। তাই এ ধরনের আয়োজন হলে মাঠে অনেক দর্শক আসেন। ইতোমধ্যেই সিলেটে একটি ফুটবল একাডেমী তৈরি করা হয়েছে। খেলায় জয়-পরাজয় রয়েছে। কিন্তু সেটার চেয়ে বড় কথা ফুটবলপ্রেমীদের আনন্দ দেয়া।’
×