ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাধারণ বিজ্ঞান

নবম-দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:১৭, ১০ আগস্ট ২০১৫

নবম-দশম শ্রেণির পড়াশোনা

১. উক্ত রাস্তার অদৃশ্য বাঁক কত কোণে হতে পারে? ক) ৬০০ খ) ৩০০ গ) ৯০০ ঘ) ১২০০ ২. বরফের গলনাংক কোনটি? ক) ০০ সে. খ) ৪০ সে. গ) ৫০ সে. ঘ) ৬০ সে. ৩. জলজ প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজন- র. ১ লিটার পানিতে ন্যূনতম ৫ মিলিগ্রাম অক্সিজেন রর. নদ-নদীর পানির ঢ়ঐ ৬-৮ এর কাছাকাছি ররর. নদ-নদীর পানির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪. কোনটি দেহ থেকে তাপের অপচয় রোধ করে? ক) শর্করা খ) খনিজ লবণ গ) প্রোটিন ঘ) স্নেহ পদার্থ ৫. ঘন ঘন প্রস্রাব কোন রোগের বৈশিষ্ট্য? ক) ডায়াবেটিস খ) হার্ট অ্যাটাক গ) হার্ট ব্লক ঘ) উচ্চ রক্তচাপ ৬. গলাব্যথা উসর্গটি কোনটির অভাবে দেখা যায়? ক) ভিটামিন-ডি খ) ভিটামিন-বি কমপ্লেক্স গ) ভিটামিন-ই ঘ) ভিটামিন-এ ৭. বাদুড় ও চামচিকার ডানা- র. উৎপত্তি ও গঠনগত দিক থেকে ভিন্নরকম রর. পরিবেশের প্রভাবে একই রকম কাজ করে ররর. বিবর্তনকে সমর্থন করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৮. হাইড্রো অক্সাইড আয়ন উৎপন্ন করে কোনটি? ক) লবণ খ) সালফিউরিক এসিড গ) হাইড্রোক্লোরিক এসিড ঘ) ক্ষারক ৯. ‘অঙ্গের ব্যবহার ও অপব্যবহার জীবদেহে পরিবর্তন সূচিত করে’Ñএটি কার মতামত? ক) ল্যামার্ক খ) ওয়ালো গ) ডারউইন ঘ) ওয়াটসন ১০. পানিবাহিত রোগ হচ্ছে- র. টাইফয়েড জ্বর রর. কলেরা ররর. সংক্রামক হেপাটাইটিস-বি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১১. নাইলন এর স্থিতিস্থাপকতা ভিজলে কতগুণ হয়? ক) পাঁচগুণ খ) দ্বিগুণ গ) তিনগুণ ঘ) চারগুণ ১২. বিচ্ছুর হুলে কোনটি আছে? ক) হিস্টামিন খ) এড্রিনালিন গ) ভিনাইল এসিটেট ঘ) মেলিটিন ১৩. বৃষ্টি হলে কোন জায়গায় মাটি ক্ষয় বেশি হয়? ক) নিচু জমি খ) পতিত জমি গ) পুকুরের পাড় ঘ) ঢালু জমি ১৪. মানুষের লোহিত রক্তকণিকার আয়ু- ক) ৪ মাস খ) ৫ মাস গ) ৬ মাস ঘ) ৭ মাস ১৫. ইন্সুলিন কিসের চিকিৎসায় ব্যবহৃত হয়? ক) লিউকোমিয়া খ) অ্যানিমিয়া গ) ডায়াবেটিস ঘ) পারপুরা ১৬. দেহ গঠনের খাদ্য কোনটি? ক) ভিটামিন খ) খনিজ লবণ গ) আমিষ ঘ) পানি ১৭. লোহিত রক্ত কণিকাগুলো উৎপন্ন হয় কেথায়? ক) অস্থিমজ্জায় খ) হৃৎপি-ে গ) ফুসফুসে ঘ) রক্তরসে ১৮. ভিটামিনের প্রকৃতি কিরূপ? ক) জৈব প্রকৃতির মৌলিক পদার্থ খ) অজৈব প্রকৃতির মৌলিক পদার্থ গ) জৈব প্রকৃতির যৌগিক পদার্থ ঘ) অজৈব প্রকৃতির যৌগিক ১৯. অক্সিজেনের পরিমাণ কমলে নিচের কোনটির সমস্যা হয়? ক) প্রাণীর প্রজনন সমস্যা খ) প্রাণী বাড়তে পারে না গ) প্রাণী মারা যায় ঘ) সবগুলো ২০. আলোর তীব্যতার হ্রাস-বৃদ্ধির বুঝিয়ে দেয় কোনটি? ক) রেটিনা খ) রড কোষ গ) চক্ষুলেন্স ঘ) কোণ কোষ ২১. সুষম খাদ্যের তালিকায় থাকা প্রয়োজন- র. দেহগঠনকারী খাদ্য রর. শক্তি ও তাপ সরবরাহকারী খাদ্য ররর. প্রতিরক্ষামূলক খাদ্য নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২২. পাখির অগ্রপদ কোন কাজে ব্যবহৃত হয়? ক) উড়ার কাজে খ) হাঁটার কাজে গ) খাদ্য সংগ্রহের কাজে ঘ) আত্মরক্ষার জন্য ২৩. জলজ উদ্ভিদের কা- অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ কেমন হয়? ক) খুব শক্ত খ) খুব নরম গ) বেশ মোটা ঘ) সামান্য নরম
×