ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মহাকাশেই টাটকা সবজি

প্রকাশিত: ০৫:৫৫, ১১ আগস্ট ২০১৫

মহাকাশেই  টাটকা সবজি

মহাকাশচারীরা বাসি খাবার খেতে খেতে বেশ ভুগছিলেন। এখন থেকে আর নয় বাসি খাবার। বিশেষ করে টাটকা শাক-সবজি তারা পাবেন মহাকাশেই। মহাকাশেই চাষ করা হচ্ছে সবজি। আগে মহাকাশচারীদের জন্য পৃথিবী থেকে চাষ করা সবজি রান্না করে পাঠাতে হতো। এখন থেকে আর খাবার পৃথিবী থেকে পাঠাতে হবে না। খাবার-দাবার মহাকাশেই উৎপাদন করা শুরু হয়েছে। বিশেষ করে টাটকা শাক-সবজি। এবং এগুলো যে খাওয়ার উপযোগী সেই তথ্যই জানিয়েছে নাসা। নভোচারীদের স্বাস্থ্য ভাল রাখার জন্য মহাকাশে চাষকৃত সবজি বেশ কাজে দেবে। বিশেষ করে টাটকা সবজি এবং ফল তাদের শারীরিক ও মানসিক শক্তি যোগাবে। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ছোট আকারে সবজি চাষ করা হচ্ছে। মাইক্রোগ্যাভিটিতে চাষ করে ইতোমধ্যে সাফল্য পেয়েছেন মহাকাশচারীরা। তারা লাল রঙের লেটুস পাতা ফলাতে সক্ষম হয়েছেন। মহাকাশচারীরা স্পেসস্টেশনে সবজি চাষের জন্য নতুন ধরনের একটি পদ্ধতি অবলম্বন করেছেন। এটাকে বলা হচ্ছে ‘ভেজ্জি’। গ্রিন হাউসে চাষের জন্য বিশেষ আলো ব্যবহার করা হয়েছে। এজন্য লাল এবং নীল এলইডি বাতি ব্যবহার করা হয়েছে। গত বছরই মহাকাশে সবজি চাষ করা হয়েছে। কিন্তু সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করার জন্য পৃথিবীতে পাঠানো হয়। এসব সবজি পরীক্ষাগারে গবেষণা শেষে নাসা জানিয়েছে এগুলো খাওয়ার উপযোগী। সূত্র: ইন্টারনেট
×