ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মিয়ানমার উপকূল থেকে উদ্ধার ১৫৯ বাংলাদেশী ফিরেছে

প্রকাশিত: ০৬:১৪, ১১ আগস্ট ২০১৫

মিয়ানমার উপকূল থেকে উদ্ধার ১৫৯ বাংলাদেশী ফিরেছে

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া চতুর্থ দফায় ১৫৯ বাংলাদেশীকে হস্তান্তর করেছে মিয়ানমার ইমিগ্রেশন বিভাগ। সোমবার বেলা একটার দিকে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয় বলে জানান বিজিবির ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ রবিউল ইসলাম। বিজিবি টিমটি সোমবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঘুমধুম জিরো পয়েন্ট দিয়ে মিয়ানমারের অভ্যন্তর প্রবেশ করে। এরপর ঢেকিবুনিয়া বিজিপি ক্যাম্পে মিয়ানমার ইমিগ্রেশন বিভাগের সঙ্গে পতাকা বৈঠকে মিলিত হয় বিজিবি। এর আগেও মিয়ানমার ইমিগ্রেশন ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট ও বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির মধ্যে একাধিকবার পতাকা বৈঠক হয়েছে। পতাকা বৈঠকে মিয়ানমারের পক্ষে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের উপ-পরিচালক সো-নাইন ও বাংলাদেশের পক্ষে ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ রবিউল ইসলাম নেতৃত্ব দেন। ফেরতের তালিকায় ১৫৯ জনের মধ্যে ১০ জেলার বাসিন্দা রয়েছে। এর মধ্যে ১৬ কিশোর রয়েছে বলে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসিফ মুনির জানিয়েছেন। উদ্ধার হওয়া এসব বাংলাদেশী নাগরিকদের মধ্যে নরসিংদী জেলার ৮০ জন, নারায়ণগঞ্জ ১২ জন, কিশোরগঞ্জ ১৩ জন, ফরিদপুর ১২ জন, হবিগঞ্জ ১৭ জন, নওগাঁ ২, নাটোর ১, শরিয়তপুর ১ জন, বরিশালের ১ ও চট্টগ্রামের ১৮ জন রয়েছে। বিজিবি জানায়, ফেরতকৃত নাগরিকদের কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। সেখান থেকে যাচাই-বাচাই করে যার যার গন্তব্যে পাঠানো হবে।
×