ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৩৫তম বিসিএসে ১০ বিষয়ে ক্যালকুলেটর ব্যবহারে অনুমতি

প্রকাশিত: ০৬:২১, ১১ আগস্ট ২০১৫

৩৫তম বিসিএসে ১০ বিষয়ে ক্যালকুলেটর ব্যবহারে অনুমতি

স্টাফ রিপোর্টার ॥ আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় ১০টি বিষয়ে ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দিয়েছে সরকারী কর্মকমিশন (পিএসসি)। সময়সূচী প্রকাশের সময় যদিও বরাবরের মতো ক্যালকুলেটর ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। সোমবার ১০টি বিষয়ের পরীক্ষায় নিষেধাজ্ঞা শিথিল করা হয়। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবশ্যিক বিষয় গাণিতিক যুক্তি, গণিত, ফলিত গণিত, পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, পরিসংখ্যান, হিসাব বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স এবং ইঞ্জিনিয়ারিং বিষয়ের পরীক্ষা ছাড়া অন্য সব পরীক্ষার দিন হলে ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ।
×