ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লাইসেন্স ছাড়া কীটনাশক আমদানি করা যাবে না

প্রকাশিত: ০৬:২৪, ১১ আগস্ট ২০১৫

লাইসেন্স ছাড়া কীটনাশক আমদানি করা যাবে না

অর্থনৈতিক রিপোর্টার ॥ কীটনাশক (কৃষি ও জনস্বাস্থ্যে ব্যবহার্য) আমদানির জন্য নিবন্ধন ও লাইসেন্স ছাড়া ঋণপত্র খোলা যাবে না। সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, কীটনাশক ও বালাইনাশক আমদানির জন্য ঋণপত্র ইস্যুর পূর্বে কীটনাশক অধ্যাদেশ-১৯৭১-এর অধীনে প্রণীত কীটনাশক বিধিমালা অনুসরণ করতে হবে। আমদানিকারকের কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রয়োজনীয় প্রোডাক্ট রেজিস্ট্রেশন সনদ ও আমদানি লাইসেন্স সংরক্ষণের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
×