ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পটিয়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশিত: ০৬:২৬, ১১ আগস্ট ২০১৫

পটিয়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, পটিয়া ॥ চট্টগ্রামের পটিয়া পৌরসভার ২০১৫-২০১৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে ২৭ কোটি ২ লাখ ৮৮ হাজার ২৫৬ টাকার এই বাজেট ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার সচিব মোহাম্মদ মহসিন, পৌরসভার কাউন্সিলর ইঞ্জিনিয়ার রূপক কুমার সেন, মুহাম্মদ আবু ছৈয়দ, শফিউল আলম, মহিলা কাউন্সিলর বুলবুল আকতার, প্রকৌশলী মোঃ তরিকুল ইসলাম, হিসাব রক্ষক গোলাম মোহাম্মদ প্রমুখ। প্রস্তাবিত বাজেটে রাজস্ব দেখানো হয়েছে ৭ কোটি ৬৭ লাখ ৮৮ হাজার ৫৬ টাকা ও উন্নয়ন খাত দেখানো হয়েছে ১৯ কোটি ৩৫ লাখ টাকা। এতে রাজস্ব খাতে আয় দেখানো হয়েছে ৭ কোটি ৬০ লাখ ৮৫ হাজার ও রাজস্ব ব্যয় ৩ কোটি ৭৮ লাখ ২৮ হাজার ৮০২ টাকা। প্রস্তাবিত বাজেটে ট্যাক্সেস ও রেইট, হাট বাজার ইজারা, বাস টার্মিনাল, ট্রাক টার্মিনাল ও অন্যান্য ইজারা, মার্কেট, দোকান ইজারা প্রধান আয়। তার মধ্যে সাধারণ সংস্থাপন, স্বাস্থ্য, পয়ঃপ্রণালী, বিভিন্ন ঋণ পরিশোধ, ভ্যাট, আয়কর পরিশোধে প্রধান ব্যয়।
×