ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গত মাসে ১৩ প্রতিষ্ঠান ও এক বিনিয়োগকারীকে জরিমানা

প্রকাশিত: ০৬:২৬, ১১ আগস্ট ২০১৫

গত মাসে ১৩ প্রতিষ্ঠান ও এক  বিনিয়োগকারীকে জরিমানা

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ১৩টি প্রতিষ্ঠান ও এক বিনিয়োগকারীকে মোট সাড়ে পাঁচ কোটি টাকা জরিমানা করেছে। গত জুলাই মাসে কমিশনের এনফোর্সমেন্ট বিভাগ সিকিউরিটিজ আইন লঙ্ঘনের কারণে এ জরিমানা করে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, মিথ্যা ও অসত্য তথ্য প্রদান, মার্জিন রুলসের বিভিন্ন আইন ভঙ্গ, ডিলার হিসেবে শেয়ার ক্রয়, ডিলার হিসেবে শেয়ার ক্রয়ের ক্ষেত্রে গ্রাহক হিসাবের টাকা ব্যবহার এবং বাজারে শাহজিবাজার শেয়ারের কৃত্রিম সঙ্কট তৈরির জন্য শেয়ার ক্রয় করে সিকিউরিটিজ আইনের বিভিন্ন ধারা ভঙ্গ করার জন্য প্রাইম ইসলামী সিকিউরিটিজকে দুই কোটি ৫০ লাখ টাকা, পিএফআই সিকিউরিটিজকে এক কোটি ৫০ লাখ টাকা, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটালকে ২০ লাখ টাকা, শার্প সিকিউরিটিজকে দুই লাখ টাকা, এআইবিএল সিকিউরিটিজকে এক লাখ টাকা এবং বিএলআই সিকিউরিটিজকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ১৫ দিনের মধ্যে জরিমানার টাকা পরিশোধ করার জন্য গত ১৩ জুলাই প্রতিষ্ঠানগুলোকে চিঠি দেয় বিএসইসি। এর পাশাপাশি যেসব আইন পরিপালনে প্রতিষ্ঠানটি ব্যর্থ হয়েছে তা তিন মাসের মধ্যে পরিপালনের জন্য নির্দেশ প্রদান করে পুঁজিবাজারের অভিভাবক প্রতিষ্ঠান বিএসইসি। উল্লিখিত প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি গেটকো টেলিকমিউনিকেশন এবং লিবরা ট্রেডিং কর্পোরেশন নামক দুটি প্রতিষ্ঠান বাজারে কৃত্রিম সঙ্কট তৈরির জন্য শাহজিবাজারের উল্লেখযোগ্য শেয়ার ক্রয় ও মজুদ করে, যার প্রমাণ বিএসইসি পেয়েছে। এ অপরাধের জন্য গেটকো টেলিকমিউনিকেশনকে পাঁচ লাখ টাকা এবং লিবরা ট্রেডিং কর্পোরেশনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। ১৫ দিনের মধ্যে জরিমানার টাকা পরিশোধ করার জন্য গত ১৩ জুলাই প্রতিষ্ঠানগুলোকে চিঠি দেয় বিএসইসি। উল্লেখ্য, প্রতিষ্ঠান দুটি প্রাইম ইসলামী সিকিউরিটিজে থাকা এ্যাকাউন্টের মাধ্যেমে এ কারসাজি করে। এদিকে, ব্যক্তিপর্যায়ে ১০ লাখ টাকা জরিমানা করা হয় গোলাম মহিউদ্দিনকে। গোলাম মহিউদ্দিন ইউনিক্যাপ ইনভেস্টমেন্ট, শার্প সিকিউরিটিজ লিমিটেড এবং প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড- এ সবকটি প্রতিষ্ঠানের গ্রাহক। পাশাপাশি শাহজিবাজার পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালকসহ চার পরিচালক রিভিউ আবেদন করায় বিএসইসি জরিমানার পরিমাণ কমিয়েছে। রিভিউ আবেদনের প্রেক্ষিতে পরিবর্তিত জরিমানার পরিমাণ ব্যবস্থাপনা পরিচালকের পাঁচ লাখ টাকা থেকে এক লাখ টাকা কমিয়ে চার লাখ টাকা এবং চার পরিচালকের ১০ লাখ টাকা থেকে দুই লাখ টাকা কমিয়ে আট লাখ টাকা করে নির্ধারণ করা হয়েছে। পরিবর্তিত জরিমানার ৫০ শতাংশ টাকা আগামী ২৯ আগস্টের মধ্যে জমা দেয়ার জন্য গত ১৬ জুলাই বিএসইসি চিঠি দিয়েছে। অন্যদিকে, শাহজিবাজারের সহযোগী প্রতিষ্ঠান পেট্রোমেক্স রিফাইনারি সিকিউরিটিজ আইন ভঙ্গ করে পুঁজি উত্তোলন করে। এ কারণে উল্লিখিত সিকিউরিটিজ আইনসমূহ ভঙ্গের জন্য কমিশন পেট্রোমেক্সের পাঁচ পরিচালককে ১০ লাখ টাকা করে এবং ব্যবস্থাপনা পরিচালককে ১০ লাখ টাকা জরিমানা করেছে। আর ১৫ দিনের মধ্যে জরিমানার টাকা পরিশোধ করার জন্য গত ১৩ জুলাই চিঠি দেয় বিএসইসি।
×