ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জীবনের শেষ সময়ে স্বেচ্ছামৃত্যু চেয়েছিলেন লি কুয়ান ইউ

প্রকাশিত: ০৬:২৯, ১১ আগস্ট ২০১৫

জীবনের শেষ সময়ে স্বেচ্ছামৃত্যু চেয়েছিলেন লি কুয়ান ইউ

আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা নেতা লি কুয়ান ইউ তার স্ত্রীর মৃত্যুর পর এতটাই ভেঙ্গে পড়েছিলেন যে জীবনের শেষ বছরগুলোতে তিনি তার চিকিৎসকদের স্বেচ্ছামৃত্যুর কথা জানিয়েছিলেন। তার মেয়ে লি উয়ি লিং সোমবার এ কথা প্রকাশ করেছেন। খবর এএফপির। সিঙ্গাপুরের স্বাধীনতার ৫০ বর্ষ পূর্তির একদিন পর স্ট্রেইট টাইমস পত্রিকায় এক নিবন্ধে লি লিখেছেন, শেষের কয়েকবছর মাকে ছাড়া বাবার সময় খুব দুঃখে ও কষ্টে কাটে। তিনি তার ডাক্তারকে স্বেচ্ছামৃত্যুর কথা বলেন। তবে তারা তাকে জানান সিঙ্গাপুরে স্বেচ্ছামৃত্যু অবৈধ। লি আরও লিখেছেন, আমিও বাবাকে জানাই আমার পক্ষে তাকে স্বেচ্ছামৃত্যুতে সাহায্য করা সম্ভব নয়। লি নিজেও একজন চিকিৎসক।
×