ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মামলা-হামলার হুমকি

আবাসন প্রকল্পের নামে শত বিঘা জমি দখল

প্রকাশিত: ০৬:৩৯, ১১ আগস্ট ২০১৫

আবাসন প্রকল্পের নামে  শত বিঘা জমি দখল

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৯ আগস্ট ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি আবাসন প্রকল্প ২৫ শতাংশ জমি কিনে প্রায় শত বিঘা জমিতে বালু ভরাট করে জবরদখল চালিয়ে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যে বালু ভরাটের জন্য ড্রেজার ও পাইপ স্থাপন করা হয়েছে। জমির মালিকরা প্রতিবাদ করলে তাদের দেয়া হয় নানা রকম হুমকি-ধমকি। এতে নিরীহ জমির মালিকরা এখন জবরদখল আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাদের একটাই কথাÑ রক্ত দিব, তবুও জমি দেব না। উপজেলার সদর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকার আইকন সিটি নামে একটি আবাসিক প্রকল্পের বিরুদ্ধে জবরদখলের অভিযোগ উঠেছে। জানা গেছে, বেশ কয়েক বছর আগে আইকন সিটি নামে একটি আবাসন প্রকল্পের মালিকপক্ষ গোয়ালপাড়া এলাকার পর্শী মৌজার জমির মালিকদের কাছ থেকে ভাড়া নিয়ে ওই আবাসন প্রকল্পের নামে কয়েকটি সাইনবোর্ড স্থাপন করেন। এর পর থেকে স্থাপিত সাইনবোর্ডসহ আশপাশে এলাকায় প্লট বিক্রি করার উদ্দেশ্যে ক্রেতাদের দেখিয়ে আসছেন ও প্লট বিক্রি শুরু করেন। এ পর্যন্ত আবাসন প্রকল্পটি ওই এলাকায় মাত্র ২৫ শতাংশ জমি ক্রয় করেছেন বলে ওই এলাকার জমির মালিকরা দাবি করেছেন। স্থানীয় প্রভাবশালীদের ব্যবহার করে বর্তমানে শতাধিক বিঘা জমি জবর দখল চালিয়ে আসছে আবাসন প্রকল্পটির মালিকপক্ষ। ইদানিং বালু ভরাট করে জবরদখল করার জন্য জমির মালিকদের জমিতে জোরপূর্বক ড্রেজার বসিয়েছেন। এছাড়া জমির উপর দিয়ে ড্রেজারের পাইপ স্থাপন করেছে। এখন শুধু বালু ভরাটের পালা। এখন এসব নিরীহ জমির মালিকদের চোখে ঘুম নেই। তারা সারাক্ষণ তাদের জমি পাহারা দিয়ে আসছেন। ড্রেজার ও ড্রেজারের পাইপ বসানোর সময় বার বার বাধা দেয়া সত্ত্বেও তারা মানেনি। এ ব্যাপারে আইকন সিটির এ প্রকল্পের কর্মকর্তা তানভীর হোসেনের ব্যবহৃত মোবাইল ফোনে বার বার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম বলেন, জমি না কিনে আবাসন প্রকল্পের বালু ভরাট করাটা খুবই অন্যায়। আইকন সিটির মালিকপক্ষ ও জমির মালিকদের সঙ্গে কথা বলে এর ব্যবস্থা নেয়া হবে।
×