ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৬:৪০, ১১ আগস্ট ২০১৫

রাজশাহীতে হত্যার দায়ে ৫ জনের  যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে অটোরিক্সাচালক শমসের আলী হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবনসহ সাতজনের বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল। সোমবার দুপুরে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত আসামিরা হলো, নগরীর সুজানগর এলাকার রুবেল হোসেন ওরফে আদম, শামীম হোসেন, হাসান ওরফে সজিব, সুমন হোসেন ও মতিউর ওরফে মতি। একই মামলায় ১০ বছরের কারাদ-প্রাপ্ত আসামিরা হলো, মহানগরীর গুড়িপাড়া এলাকার বাপ্পি ও ওসমান। রায় ঘোষণার সময় ৭ আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিল। জানা যায়, ২০১৩ সালের ১৯ জুলাই নগরীর সুজানগর এলাকায় অজ্ঞাত পরিচয় এক অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় নগরীর শাহ মখদুম থানার উপপরিদর্শক (এসআই) ফরিদুল করিম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হয় পুলিশ। সুজানগর এলাকার শমসের নামের ওই অটোরিক্সাচালককে হত্যার ঘটনায় বিভিন্ন স্থান থেকে পুলিশ সাতজনকে আটক করে। পরে তাদের মধ্যে পাঁচজন সরাসরি হত্যাকা-ে জড়িত থাকার কথা স্বীকার করে এবং দুইজন (বাপ্পি ও ওসমান) ওই হত্যাকা-ের পর ছিনতাইকৃত অটোরিক্সা কিনে নেয়ার কথা স্বীকার করে।
×