ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কালকিনিতে খাল ভরাট ॥ বিপাকে কৃষকরা

প্রকাশিত: ০৬:৪০, ১১ আগস্ট ২০১৫

কালকিনিতে খাল ভরাট ॥ বিপাকে কৃষকরা

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ১০ আগস্ট ॥ বসত-বাড়ি নির্মাণের উদ্দেশ্যে মাদারীপুরের কালকিনি পৌর এলাকার দক্ষিণ ঠেঙ্গামারা সরকারী খাল দখল করে বালু দিয়ে ভরাট করেছে প্রভাবশালী আমানাত সরদার। এতে ওই খালের পানি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে স্থানীয় কৃষকরা। জানা গেছে, পৌর এলাকা চড় ঠেঙ্গামারা গ্রামের এরশাদ আলী সরদারের ছেলে প্রভাবশালী আমানাত সরদার তার নিজের বসত-বাড়ি নির্মাণের জন্য দক্ষিণ ঠেঙ্গামারা সরকারী খাল বালু দিয়ে ভরাট করেছে। এ খাল ভরাট করার কারণে পানির অভাবে পাঙ্গাসিয়া, পাতাবালী, চড় ঠেঙ্গামারা ও দক্ষিণ ঠেঙ্গামারাসহ বেশ কয়েকটি ব্লকের ফসলি জমি হুমকির মুখে পড়েছে। এতে ওই সমস্ত এলাকার কৃষকরা পড়েছে চড়ম বিপাকে। পানি সঙ্কটের কারণে কৃষকরা খালে পাট ও মেচতা জাগ দিতে পারছে না। বর্ষাকালীন আমন ধান পানির অভাবে শুকিয়ে চৌচির হয়ে যাচ্ছে। এ ব্যাপারে পৌর ভূমি সহকারী কর্মকর্তা নূর মোহাম্মদ খান বলেন, আমরা শুনেছি খাল ভরাট করা হয়েছে। আমি ইউএনওকে জানিয়েছি, তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
×