ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রিয়ালের হতাশার ড্র

প্রকাশিত: ০৬:৪৬, ১১ আগস্ট ২০১৫

রিয়ালের হতাশার ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ প্রাক-মৌসুম প্রস্তুতিটা মোটেও ভাল হলো না রিলায় মাদ্রিদের। এবার নরওয়ের দুর্বল ক্লাব ভালেরেঙ্গার সঙ্গে গোলশূন্য ড্র করেছে স্প্যানিশ পরাশক্তিরা। নরওয়ের রাজধানী অসলোয় রবিবার অনুষ্ঠিত এই ম্যাচ চোটের কারণে খেলেন রিয়ালের দুই তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও করিম বেনজেমা। এই দু’জনকে ছাড়াও পুরো ম্যাচে আধিপত্য ধরে রেখে খেলে রাফায়েল বেনিতেজের দল। কিন্তু গোল মিসের মহড়ার কারণে জয়বঞ্চিত হয় রিয়াল। ম্যাচে দুর্দান্ত খেলেন গ্যারেথ বেল ও ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো। দু’জনই মিস করেন গোলের সুবর্ণ সুযোগ। বিরতির পরও রিয়ালের ফুটবলাররা একাধিক সহজ সুযোগ নষ্ট করলে হতাশার ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। প্রাক-মৌসুম প্রস্তুতিতে রিয়ালের এটি ছিল সপ্তম ম্যাচ। আগের ছয় ম্যাচের তিনটিতে জেতে তারা। দুটি ম্যাচ ড্র হয় ও অন্যটিতে হার মানে। অস্ট্রেলিয়া ও চীনে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ জিতলেও গত সপ্তাহে জার্মানিতে আডি কাপের ফাইনালে বেয়ার্ন মিউনিখের কাছে হেরে যায় রিয়াল। নতুন মৌসুমের প্রস্তুতি পর্বের শেষটা আশানুরূপ না হলেও তাতে হতাশ নন রিয়াল কোচ রাফায়েল বেনিতেজ। ম্যাচ শেষে তিনি বলেন, যারা ম্যাচে গোল করবে আমি তাদেরই দলে ঠিকমতো পাচ্ছি না। প্রাক-মৌসুমে কম করে হলেও আমরা ২০ গোলের সুযোগ পেয়েছিলাম। কিন্তু ফিনিসারের অভাবে আমরা সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়েছি। আমাদের আরও গোল করা উচিত ছিল। তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ হলো প্রাক-মৌসুমে আমরা নিজেদের খেলায় উন্নতি করেছি। পুরো শক্তির দল পেলে নিজেদের সেরাটা দেখাতে আমাদের সময় লাগবে না। প্রীতিম্যাচ নিয়ে শিষ্যদের সঙ্গে কথা হয়েছে। এখনও নিজেদের খেলায় সন্তুষ্ট নয় এমনটি বলেছে দলের কয়েকজন ফুটবলার।
×