ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাংলা প্রথম পত্র

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৩:৫৮, ১২ আগস্ট ২০১৫

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

(পূর্ব প্রকাশের পর) ২২. সন্ন্যাসী বেশে উপেনের কয় বছর কেটেছিল? ক) পনেরো-ষোলো খ) সতেরো-আঠারো গ) উনিশ-বিশ ঘ) বারো-তেরো ২৩. বৈদিক ভাষার ক্ষেত্রে যে কথাটি প্রযোজ্য- র. বেদের ভাষা, অপবিত্র ভাষা রর. অপ্রচলিত ভাষা, পবিত্র ভাষা ররর. বেদের ভাষা, পবিত্র ভাষা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) রর ও ররর ঘ) ররর ২৪. কবি অরণ্য কন্যাদের কাছে কী প্রত্যাশা করেন? ক) জাগরণের খ) মৃত্যুর গ) হারিয়ে যাওয়ার ঘ) বিলীন হয়ে যাওয়ার ২৫. কয়খানা কাগজ লিখে নদীর ধারে রাস্তায় গাছে আঠা দিয়ে মেরে দেওয়া হলো- ক) চারখানা খ) পাঁচখানা গ) ধুইখানা ঘ) তিনখানা ২৬. টম ক্যান্টি কী হওয়ার স্বপ্নে বিভোর থাকত? ক) রাজা খ) যাযাবর গ) শিকারি ঘ) রাজকুমার ২৭. নগেন সম্বন্ধে পরাশর ডাক্তারের ধারণা কেমন? ক) খুব লোভী ছেলে খ) খুব চালাক ছেলে গ) একজন দক্ষ অভিনেতা ঘ) বানিয়ে গল্প বলার ছেলে নয় ২৮. রূপসার ঘোলা জলে ছেঁড়া পালে কে ডিঙ্গা বায়? ক) মাঝি খ) কিশোর গ) নাবিক ঘ) জেলে ২৯. সুফিয়া কামাল কীভাবে লেখাপড়া শিখেছিলেন? ক) ভাইয়ের সহযোগিতায় খ) নিজের চেষ্টায় গ) বাবার তত্ত্বাবধানে ঘ) স্বামীর পৃষ্ঠপোষকতায় ৩০. রবীন্দ্রনাথের জন্মদিন পালন করা হয় কোন তারিখে? ক) ২২ বৈশাখ খ) ২২ শ্রাবণ গ) ২৫ বৈশাখ ঘ) ২৫ শ্রাবণ ৩১. বেনে-বৌ পাখি দুটোর রং কেমন? ক) সবুজ খ) বেগুনি গ) কমলা ঘ) হলদে ৩২. বাত ব্যাধিগ্রস্তদের সন্ধ্যার পূর্বেই ঘরে প্রবেশ করা প্রয়োজন ছিল কেন? ক) অন্ধকারে চলতে অসুবিধা হওয়ায় খ) দ্রুত হাঁটতে না পারায় গ) ক্ষুধা আহরণের কাজ শেষ হওয়ায় ঘ) তাদের ঘরে অনেক দূরে বলে ৩৩. ‘জ্বলন্ত অগ্নিপি-ের সাথে প্রকৃতপক্ষে সাদৃশ্য রয়েছে... ক) স্বাবলম্বী জনতা খ) অত্যাচারী শোষক গ) তেজী জনতা ঘ) তৃষ্ণার্ত জনতা ৩৪. মসলিনের ঐতিহ্য লালন করছে কোনটি? ক) নকশিকাঁথা খ) জামদানি শাড়ি গ) টেপাপুতুল ঘ) শীতল পাটি ৩৫. আবদুল গাফ্ফার চৌধুরী বর্তমানে কোথায় আছেন? ক) স্বদেশে খ) ইতালিতে গ) প্রবাসে ঘ) বরিশালে ৩৬. কয়েকজন বালক কীসের আলোতে বসে খেলা করছিল? ক) সূর্যের আলো খ) বৈদ্যুতিক আলো গ) তারার আলো ঘ) চাঁদের আলো ৩৭. লেখক ছাড়া তার কয় বন্ধুর নাম এ গল্পে পাওয়া যায়? ক) তিন খ) চার গ) পাঁচ ঘ) ছয় ৩৮. আজ কীসের ডঙ্কা বেজে উঠেছে? ক) কেউ অভিযানে যাবে না খ) নারীরা বন্দী থাকবে না গ) কেউ রহিবে না বন্দী কাহারও ঘ) নারীরা দাসী মনোভাবপন্ন ৩৯. কবি দেশমাতৃকার স্মৃতিতে পদ্মফুলের মতো ফুটে থাকতে চান- র. বসন্তে রর. শরতে ররর. হেমন্তে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৪০. আমাদের বনজ সম্পদ ভরপুর- র. ফুলে ও ফলের সম্ভারে রর. নানা প্রকার বনজ সম্পদে ররর. স্বর্ণময় দোলায়িত শস্যে নিচের কোনটি সঠিক?
×