ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রকাশিত: ০৩:৫৯, ১২ আগস্ট ২০১৫

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

(পূর্ব প্রকাশের পর) ৩৭. ওরাকল কী ধরনের সফটওয়্যার? ক) মাল্টিমিডিয়া খ) ডেটাবেজ গ) অফিস ঘ) গান শোনার ৩৮. স্প্রেডশিটের অপর নাম কী? ক) কেস্প্রেড খ) নোটপ্যাড গ) ওয়ার্কবুক ঘ) একসেস প্রোগ্রাম ৩৯. ১৯৮২ সালে কোন বাইরাসটি তার জন্ম স্থান ছেড়ে বেরিয়ে পড়ে? ক) ব্রেইন খ) ভিয়েনা গ) নিমডা ঘ) এলক ক্লোজার ৪০. জমিজমাসংক্রান্ত বিভিন্ন দলিল হলো- র. এসএ রর. বিএস ররর. বিআরএস নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৪১. নেটওয়ার্ক দিয়ে কি উপস্থাপন করা যায়? ক) কম্পিউটার খ) মোবাইল গ) তথ্য ঘ) টপোলজি ৪২. ই-মেইল হলো? ক) ইলেকট্রনিক মেইল খ) ইলেকট্রিক মেইল গ) ইলেকট্রিসিটি মেইল ঘ) ইলেকট্রিক্যাল মেইল ৪৩. তথ্য শেয়ার করা যায় কোনটির মাধ্যমে? ক) ব্লগ খ) মোবাইল গ) পত্রিকা ঘ) ম্যাগাজিন ৪৪. কোন টপোলজিতে সব সময় কম্পিউটারগুলোর মাঝে বৃত্তাকার যোগাযোগ থাকে? ক) স্টার খ) মেশ গ) রিং ঘ) বাস ৪৫. উৎড়ঢ় নড়ী কী? ক) একটি হার্ডওয়্যার খ) একটি ওয়েব ব্রাউজার গ) একটি সেবা যা তথ্য সংরক্ষণ করে ঘ) একটি মোবাইলের নাম ৪৬. নিচের কোনটি নেটওয়ার্কের সাথে সম্পর্কিত? ক) ডেটা খ) ক্লায়েন্ট গ) উপাত্ত ঘ) প্রোগ্রাম ৪৭. নিচের কোনটি নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী তথ্য পাঠাতে পারে না? ক) সুইচ খ) রিপিটার গ) রাউটার ঘ) হাব ৪৮. ভিসিক্যালক (ঠরংরপধষব) কোন কোম্পানির সফটওয়্যার? ক) মাইক্রোসফট খ) অ্যাপল গ) আইবিএম ঘ) এডবি উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও : শাম্মা মাইক্রোসফট অফিস এক্সল-২০০৭ এর সাহায্যে বিভিন্ন ওয়ার্কশিটের মধ্যে সম্পর্ক তৈরি করে তার বাসার সমস্ত হিসাব-নিকাশের কাজ সম্পন্ন করে তার আম্মাকে সাহায্য করে। তার আম্মা এই কাজের জন্য বেশ খুশি হয়। ৪৯. রেডিও এর মাধ্যমে নিচের কোন কাজটি করা যায়? ক) ডেটাবেজ খ) স্প্রেডশিট গ) গ্রাফিক্স ঘ) ওয়ার্ড প্রসিসিং ৫০. একসময় তথ্য ছিল কিসের মতো? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : ১. (খ) ২. (ক) ৩. (ক) ৪. (খ) ৫. (গ) ৬. (ঘ) ৭. (গ) ৮. (খ) ৯. (ক) ১০. (ক) ১১. (ক) ১২. (ঘ) ১৩. (ঘ) ১৪. (ঘ) ১৫. (ক) ১৬. (ক) ১৭. (ক) ১৮. (গ) ১৯. (গ) ২০. (ক) ২১. (খ) ২২. (ঘ) ২৩. (ঘ) ২৪. (খ) ২৫. (খ) ২৬. (ঘ) ২৭. (খ) ২৮. (খ) ২৯. (খ) ৩০. (ক) ৩১. (ঘ) ৩২. (খ) ৩৩. (ঘ) ৩৪. (গ) ৩৫. (গ) ৩৬. (গ) ৩৭. (খ) ৩৮. (গ) ৩৯. (ঘ) ৪০. (ঘ) ৪১. (গ) ৪২. (ক) ৪৩. (ক) ৪৪. (গ) ৪৫. (গ) ৪৬. (গ) ৪৭. (ঘ) ৪৮. (খ) ৪৯. (খ) ৫০. (ক)
×