ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আমতলীতে স্কুলে ছাদের পলেস্তরা ভেঙ্গে আহত ১০

প্রকাশিত: ০৪:০৫, ১২ আগস্ট ২০১৫

আমতলীতে স্কুলে ছাদের পলেস্তরা ভেঙ্গে আহত ১০

নিজস্ব সংবাদদাতা, আমতলী (বরগুনা), ১১ আগস্ট ॥ মঙ্গলবার বরগুনার আমতলী উপজেলার মরিচবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ছাদের পলেস্তরা ভেঙ্গে শিক্ষকসহ ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত সহকারী শিক্ষক আবু জাফরকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। জানা গেছে, উপজেলার মরিচবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ১৯৮৬ সালে স্থাপিত হয়। ২০০০ সালে স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ চার লাখ ২০ হাজার টাকা ব্যয়ে বিদ্যালয় ভবন নির্মাণ করে। ভবনের নির্মাণকাজ নিম্নমানের হওয়ায় অল্প দিনের মধ্যেই ছাদের পলেস্তরা খসে পড়তে শুরু করে। বর্তমানে ভবনটি শিক্ষার্থী ও শিক্ষকদের কাছে মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। এ বিদ্যালয়ে ১৪০ ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছে। মঙ্গলবার দুপুরে ধর্ম পরীক্ষা চলাকালে ভবনের ছাদের পলেস্তরা খসে পরে সহকারী শিক্ষক আবু জাফর, শিক্ষার্থী সারমিন, তামান্না, ফাতেমা, জাহিদ, রাকিবুল, জুলিয়া, রাসেদুল, সোনিয়া ও হাবিব আহত হয়। সহকারী শিক্ষক আবু জাফরকে গুরুতর অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্য শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তাৎক্ষণিক শিক্ষার্থীদের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
×