ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইকাও পুরস্কার পেয়েছে সিভিল এ্যাভিয়েশন

প্রকাশিত: ০৪:১৪, ১২ আগস্ট ২০১৫

আইকাও পুরস্কার  পেয়েছে সিভিল  এ্যাভিয়েশন

স্টাফ রিপোর্টার ॥ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কর্মসূচী বিষয়ক (সিএএসপি-এপি) প্রশিক্ষণ প্রদানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ অবদানের জন্য আন্তর্জাতিক সিভিল এ্যাভিয়েশন অর্গানাইজেশন (আইকাও) পুরস্কার পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের হাতে পুরস্কারটি হস্তান্তর করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক। এ বিষয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেফায়েত হোসেন জানিয়েছেন, সম্প্রতি লাওস সম্মেলনে সিএএসপি-এপি’র স্টিয়ারিং কমিটির বৈঠকে বাংলাদেশকে আন্তর্জাতিক এ পুরস্কার প্রদান করে আইকাও। সম্মেলনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সিকিউরিটি সেল ও আইকাও’র যৌথ উদ্যোগে এ্যাভিয়েশন সিকিউরিটি কোয়ালিটি কন্ট্রোল শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে বাংলাদেশ বিমান বাহিনীসহ বিভিন্ন স্টেকহোল্ডার ও সিএএসপি-এপি’র ২৮টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধি অংশ নেন।
×