ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিআরটি টিভি বাজারে ছাড়ছে ওয়ালটন

প্রকাশিত: ০৪:১৬, ১২ আগস্ট ২০১৫

সিআরটি টিভি বাজারে ছাড়ছে ওয়ালটন

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী ঈদকে সামনে রেখে বিপুল পরিমাণ সিআরটি টিভি বাজারে ছাড়ছে ওয়ালটন। ব্র্যান্ড নিউ পিকচার টিউব দিয়ে তৈরি ৪০ মডেলের সিআরটি টিভি বাজারে এনেছে তারা। সেইসঙ্গে আকর্ষণীয় মূল্যে এলইডি টিভিও দিচ্ছে তারা। দেশে টিভি বিক্রিতে বাজারের শীর্ষ ব্র্যান্ড ওয়ালটন এবার রেকর্ড পরিমাণ টেলিভিশন বিক্রির প্রস্তুতি নিচ্ছে। উল্লেখ্য, গুণগত উচ্চমান এবং প্রতিযোগিতামূলক মূল্যের কারণে ভারত ও নেপালসহ কয়েকটি দেশে ওয়ালটনের সিআরটি টিভি রফতানি হচ্ছে। বাংলাদেশ থেকে একমাত্র ওয়ালটনই টিভি রফতানি করছে। বাজারের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সিআরটি টিভির উৎপাদন বাড়িয়ে দিয়েছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। আকর্ষণীয় ডিজাইনের ৪০টিরও বেশি মডেলের সিআরটি টিভি এনে বাজারের বড় একটা অংশ নিজেদের দখলে রেখেছে ওয়ালটন। এছাড়া শতভাগ ব্র্যান্ড নিউ পিকচারটিউব দিয়ে সিআরটি টিভি উৎপাদন করায় গ্রাহকদের আস্থা অর্জন করেছে দেশীয় এ ব্র্যান্ড। দেশের টেলিভিশন বাজারে এতোগুলো মডেল ও ডিজাইন আর কারোরই নেই। ওয়ালটন টেলিভিশন বিপণন বিভাগের ইনচার্জ মওদুদ পারভেজ মামুন বলেন, গ্রাহক পর্যায়ে সিআরটির জনপ্রিয়তাকে বিবেচনায় নিয়ে প্রতিবছরই উৎপাদন বাড়াচ্ছে ওয়ালটন। ওয়ালটনের নিজস্ব গবেষণা ও উন্নয়ন বিভাগের মেধা ও শ্রমে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের টিভি।
×