ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকারী ক্রয়সংক্রান্ত সংলাপ ও ফোরাম গঠন শুরু

প্রকাশিত: ০৪:১৭, ১২ আগস্ট ২০১৫

সরকারী ক্রয়সংক্রান্ত সংলাপ ও ফোরাম গঠন শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ সরকারী ক্রয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশে একটি সুষ্ঠু সরকারী ক্রয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠার লক্ষ্যে ক্রয়কারী প্রতিষ্ঠান ও ঠিকাদারদের মধ্যে জেলা পর্যায়ে দেশব্যাপী দ্বিপাক্ষিক সংলাপ ও ফোরাম গঠন শুরু হয়েছে। এর অংশ হিসেবে মঙ্গলবার ক্রয় সংলাপ ফোরাম গঠন ও এ সংক্রান্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে জামালপুরে। বিশ্বব্যাংকের সহায়তায় সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) বাস্তবায়নাধীন সরকারী ক্রয় সংস্কার প্রকল্পের অধীনে দেশের সবকটি জেলায় পর্যায়ক্রমে এ ক্রয় সংলাপ ফোরাম গঠন ও সংলাপ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সেন্টার ফর প্রোগ্রামস (বিসিসিপি) এ কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে।
×