ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চামড়া রফতানিতে অডিট ফার্ম দ্বারা নিরীক্ষা করানোর নির্দেশ

প্রকাশিত: ০৪:১৭, ১২ আগস্ট ২০১৫

চামড়া রফতানিতে অডিট ফার্ম দ্বারা নিরীক্ষা করানোর নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ চামড়াজাত দ্রব্য রফতানির বিপরীতে নগদ সহায়তা পরিশোধের পূর্বে অডিট ফার্ম দ্বারা নিরীক্ষা করানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ নিরীক্ষা কার্যক্রম বাংলাদেশ ব্যাংকের অডিট ফার্ম দ্বারা সম্পন্ন করতে হবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের এক সার্কুলারে এ নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়, শতভাগ রফতানিমুখী দেশীয় প্রতিষ্ঠান কর্তৃক চামড়াজাত দ্রব্য রফতানির বিপরীতে নগদ সহায়তা পরিশোধের পূর্বে নিরীক্ষা সম্পন্ন করতে হবে। ২০০০ সালের ১৭ এপ্রিল জারি করা সার্কুলার অনুযায়ী নতুন এ নির্দেশনায় আরও বলা হয়, এ নিরীক্ষা কার্যক্রম বাংলাদেশ ব্যাংকের অডিট ফার্ম দ্বারা সম্পন্ন করতে হবে।
×