ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তৃতীয় বেইলআউটের খসড়া নিয়ে আলোচনায় গ্রীস

প্রকাশিত: ০৪:১৭, ১২ আগস্ট ২০১৫

তৃতীয় বেইলআউটের খসড়া নিয়ে আলোচনায় গ্রীস

তৃতীয় বেইলআউটের খসড়া নিয়ে আলোচনায় বসেছে গ্রীক সরকার। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণদাতাদের সঙ্গে বৈঠকের ভিত্তিতে বেইলআউট চুক্তিটির প্রণয়নকাজ চলছে। এ চুক্তি অল্প কিছুদিনের মধ্যেই সম্পাদন হবে বলে আশা সংশ্লিষ্টদের। মঙ্গলবারের মধ্যেই ৮৬ বিলিয়ন ইউরোর (৯৪ দশমিক ৩৫ বিলিয়ন ডলার) বেইলআউটের বিষয়টি চূড়ান্ত করতে বদ্ধপরিকর গ্রীস ও দেশটির ঋণদাতারা। এর প্রথম কিস্তি ২০ আগস্টের মধ্যে প্রদানের চেষ্টা চলছে। তবে এর আগে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের (ইসিবি) ঋণ পরিশোধে ৩ দশমিক ৫ বিলিয়ন ইউরো দিতে হবে গ্রীসকে। Ñঅর্থনৈতিক রিপোর্টার
×