ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টেস্টও খেলতে চান তাসকিন

প্রকাশিত: ০৪:২৯, ১২ আগস্ট ২০১৫

টেস্টও খেলতে চান তাসকিন

স্পোর্টস রিপোর্টার ॥ টেস্ট দলের ক্রিকেটাররা যখন ছুটি উপভোগ করছেন, তখন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও তাসকিন আহমেদ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রতিনিয়ত আসছেন। জিম করছেন। নিজেদের ফিট রাখার চেষ্টা করছেন। তাসকিন আহমেদ তো দীর্ঘদিন পর মঙ্গলবার ইনজুরি কাটিয়ে বোলিংও করলেন। দেশের দ্রুতগতির এ পেসার জানিয়েও দিলেন, টেস্টও খেলতে চান। বলেছেন, ‘টেস্ট খেলা সব ক্রিকেটারের কাছে স্বপ্নের মতো। টেস্ট না খেললে আমি পরিপূর্ণ ক্রিকেটার হতে পারব না। তাই টেস্ট আমার কাছে একটা স্বপ্ন। এখন আমার একটাই লক্ষ্য, নিজেকে আরও ফিট করে গড়ে তুলে সব ফরম্যাটে যেন খেলতে পারি। মানসিকভাবে প্রস্তুত হয়ে এখন শারীরিকভাবে ফিট হওয়ার আপ্রাণ চেষ্টা করছি, কঠোর পরিশ্রম করছি। আজ হোক কাল হোক টেস্ট খেলা হবেই, ইনশাল্লাহ।’ ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলতে পারেননি এই তরুণ পেসার। সাইড স্ট্রেইনের ইনজুরি ভুগিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে, টি২০ সিরিজও এজন্য খেলতে পারেননি তাসকিন। না খেলতে পারলেও সময়টি উপভোগ করে নিয়েছেন। বন্ধু-বান্ধব নিয়ে দেশের বাইরে ঘুরে এসেছেন। এখন আর খেলাও নেই। সেই ফেব্রুয়ারিতে হবে জিম্বাবুইয়ের বিপক্ষে নির্ধারিত ওভারের সিরিজ। এর আগে অক্টোবরে শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলা হবে। যদি তাসকিন টেস্ট না খেলেন, তাহলে আগামী বছর ফেব্রুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য অপেক্ষা করতে হবে তাসকিনকে। তাই এখন টেস্ট খেলার কথাই ভাবছেন তাসকিন। সামনে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) শুরু হবে। এ লীগে খেলে তাসকিন নিজেকে প্রমাণ করতে পারলে অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তাকে দেখাও যেতে পারে। এ টার্গেট নিয়েই এগিয়ে চলেছেন। গত কিছুদিন ধরে নিয়মিত অনুশীলন করছেন। এখন তো বোলিং, রানিং দুটোই করছেন। ইনজুরি কাটিয়ে এখন পুরোপুরি সুস্থ এ ডানহাতি পেসার। চলতি সপ্তাহ থেকে নিয়মিত অনুশীলন করছেন মিরপুরের একাডেমি মাঠে। ইনজুরি থেকে সেরে ওঠা তাসকিন চান পুরোপুরি ফিট হয়ে টেস্টেও খেলতে। ইনজুরি প্রসঙ্গে তাসকিন বলেন, ‘ফাস্ট বোলারদের ইনজুরি সবারই কম-বেশি থাকে। তেমন কোন গুরুতর সমস্যা নেই। এই সপ্তাহেই বোলিং শুরু করেছি। আজকে (মঙ্গলবার) রানিং ছিল। বিসিবির দেয়া প্রোগ্রাম অনুযায়ী ট্রেনিং চলছে। অস্ট্রেলিয়ার ফিজিও, ট্রেনারের অধীনে ট্রেনিং চলছে। আমি একটা ভাল প্রসেসের মধ্যে আছি। আশা করি, এভাবে চলতে থাকলে যত দ্রুত সম্ভব সব ফরম্যাটে খেলতে পারব।’ ক্রিকেটারদের স্বপ্নই থাকে টেস্ট ক্রিকেট খেলা। কিন্তু তাসকিন এখন পর্যন্ত ১৪ ওয়ানডে ও ৩ টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেললেও কোন টেস্ট খেলা হয়নি। সেই স্বপ্নই এখন তার। দেখা যাক, শেষপর্যন্ত সেই স্বপ্ন সফল হতে কতদিন লাগে তাসকিনের।
×