ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সংবিধান বিরোধী বিক্ষোভ

নেপালে পুলিশের গুলিতে নিহত ২

প্রকাশিত: ০৪:৩৩, ১২ আগস্ট ২০১৫

নেপালে পুলিশের গুলিতে নিহত ২

নেপালের পশ্চিমাঞ্চলীয় সুরখেত এলাকায় নতুন সংবিধান প্রণয়নের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে দু’জন নিহত হয়েছে। সেখানে মঙ্গলবার শত শত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিক্ষোভে পুলিশের গুলিতে দুজন নিহত হওয়ার একদিন পর সুরখেত এলাকার স্কুল, দোকান ও কারখানা বন্ধ রাখা হয়েছে। সেখানে স্থানীয়দের ওপর পুলিশের হামলায় নিহতদের স্মরণে এ ব্যবস্থা নেয়া হয়। নেপালকে একটি ফেডারেল সরকার ব্যবস্থায় নিয়ে যেতে সংবিধানের খসড়া প্রণয়ন করা হয়। সেখানে দেশটিকে ভাগ করে শাসন ব্যবস্থা প্রণয়নের কথা বলা হয়। জাতীয় পুলিশের মুখপাত্র কমল সিং বাম জানান, সুরখেত এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। এলাকাটি পুরোপুরি ঘিরে রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। সোমবার পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলি করেছে যখন তাদের সমাবেশ সংঘাতে জড়িয়ে পড়ে তখন। খবর এএফপির।
×