ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুয়াকাটা পৌরভবন

প্রধানমন্ত্রী ভিত্তি স্থাপনের সাড়ে তিন বছরেও নির্মাণ শুরু হয়নি

প্রকাশিত: ০৬:০৩, ১২ আগস্ট ২০১৫

 প্রধানমন্ত্রী ভিত্তি স্থাপনের সাড়ে  তিন বছরেও  নির্মাণ শুরু  হয়নি

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১১ আগস্ট ॥ স্বয়ং প্রধানমন্ত্রী ভিত্তি প্রস্তর স্থাপনের সাড়ে তিন বছর পরও কুয়াকাটা পৌরসভার নিজস্ব ভবন নির্মাণ কাজ শুরু হয়নি। কবে নাগাদ শুরু হবে তাও কেউ সঠিকভাবে জানাতে পারছেন না। ফলে পৌরসভার স্বাভাবিক কাজকর্ম ও নাগরিক সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়াকাটাকে আধুনিক পর্যটন শহরে উন্নীত করার কাজ শুরু করেন ১৯৯৮ সালে। ওই সময় পর্যটন কর্পোরেশনের মোটেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর সড়কসহ ব্যাপক উন্নয়ন সাধিত হয়। কুয়াকাটাকে ২০১০ সালের সেপ্টেম্বরে উন্নীত করা হয় পৌরসভায়। গঠিত হয় কুয়াকাটা পৌর পরিচালনা পরিষদ। এসবের ধারাবাহিকতায় ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি পৌরভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। কিন্তু আজ পর্যন্ত ভবন নির্মাণের কাজ শুরু হয়নি। কুয়াকাটা পৌর এলাকায় ২৮৪ একর খাস জমি রয়েছে। তাও উদ্ধার করা হয়নি। ফলে প্রথম দিকে জায়গা সঙ্কট দেখা দেয়। পরবর্তীতে জায়গার সংকুলান হয়। কিন্তু প্রয়োজনীয় বরাদ্দ না মেলায় এ কাজ শুরু হয়নি। বর্তমানে কুয়াকাটা পৌরসভার কার্যক্রম পরিচালিত হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের পরিদর্শন বাংলোর একটি কক্ষে। ফলে জায়গা সঙ্কটে পৌরসভার কার্যক্রম পরিচালনায় সমস্যা হচ্ছে। পৌরসভায় প্রকৌশলী, সচিব, কার্যসহকারী ও পিয়নসহ সাতজন স্টাফ রয়েছে। পৌর নির্বাচন না হওয়ায় কলাপাড়ার উপজেলা নির্বাহী অফিসারগণ প্রশাসক হিসেবে বাড়তি দায়িত্ব পালন করে আসছেন। পৌরসভা পরিচালনা পরিষদের একাধিক সদস্য জানান, পৌরসভার বিভিন্ন সভা পর্যন্ত করার জায়গা নেই। বিভিন্ন আবাসিক হোটেলের হলরুমে মিটিং করতে হয়। স্টাফদের বসার পর্যাপ্ত জায়গা নেই। ভবন সমস্যায় অন্তহীন ভোগান্তির সৃষ্টি হচ্ছে।
×