ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাকিব হত্যা ॥ আসামি মিন্টুর আদালতে স্বীকারোক্তি

প্রকাশিত: ০৫:৪২, ১৩ আগস্ট ২০১৫

রাকিব হত্যা ॥ আসামি মিন্টুর আদালতে স্বীকারোক্তি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ শিশু রাকিব হত্যা মামলার আসামি মিন্টু বুধবার বিকেলে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। খুলনা মহানগর হাকিম মোঃ ফারুক ইকবালের আদালতে এ জবানবন্দী গ্রহণ করা হয়। এ নিয়ে মামলার তিন আসামির সকলেই দোষ স্বীকার করে আদালতে জবানবন্দী প্রদান করে। আগামী সপ্তাহে মামলার চার্জশীট দেয়ার সম্ভাবনা রয়েছে বলে তদন্ত কর্মকর্তা জানান। খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, শিশু রাকিব হত্যা মামলার আসামি মিন্টুকে গত সোমবার থেকে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর বুধবার সকালে আসামি মিন্টু নিজের দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিতে সম্মত হয়। বেলা ১টার দিকে তাকে খুলনা মহানগর হাকিম মোঃ ফারুক ইকবালের আদালতে নিয়ে যান মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কাজী মোস্তাক আহমেদ। আদালতে জবানবন্দী গ্রহণ শেষে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী মোস্তাক আহম্মেদ বলেন, রাকিব হত্যা মামলার আসামি মোট ৩ জন। তারা সকলেই নিজেকে সম্পৃক্ত করে আদালতে জবানবন্দী দিয়েছে। বুধবার বিকেলে আসামি মিন্টু জবানবন্দী দেয়। এর আগে ১১ আগস্ট মঙ্গলবার প্রধান আসামি শরীফ ও ৭ আগস্ট আসামি বিউটি বেগম ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। তদন্ত কর্মকর্তা জানান, রাকিব হত্যা মামলার তদন্তের কাজ প্রায় শেষ পর্যায়ে। আশা করা যাচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই চার্জশীট প্রদান করা যাবে। গত ৩ আগস্ট মোটরসাইকেলের হাওয়া দেয়া কম্প্রেসার মেশিনের পাইপ মলদ্বারে ঢুকিয়ে পেটে হাওয়া দিয়ে নির্মমভাবে হত্যা করা হয় শিশু রাকিবকে। এ ঘটনায় নিহত রাকিবের বাবা নুরুল আলম হাওলাদার নগরীর টুটপাড়া কবরখানাসংলগ্ন মোটরসাইকেল গ্যারেজ শরীফ মটর্স-এর মালিক শরীফ ও তার মা বিউটি বেগম এবং শরীফের সহযোগী (দূর সম্পর্কের চাচা) মিন্টুকে আসামি করে খুলনা থানায় মামলা দায়ের করেন। এদিকে শিশু রাকিবের একমাত্র ছোট বোন রিমির শিক্ষার ব্যয়ভার রাষ্ট্রীয়ভাবে বহন করার জন্য জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ খুলনার পক্ষ থেকে বুধবার সকালে প্রধানমন্ত্রী বরাবরে লেখা স্মারকলিপি খুলনা জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামালের নিকট প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর জাসদের সভাপতি রফিকুল হক খোকন, সাধারণ সম্পাদক খালিদ হোসেন, জেলা জাসদের সভাপতি শেখ গোলাম মোর্তুজা, সাধারণ সম্পাদক স.ম. রেজাউল করিম প্রমুখ। বিকেল নগরীর পিকচার প্যালেস মোড়ে রাকিব হত্যা মামলার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে আওয়ামী লীগ। খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সাইফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন গাজী আব্দুল হাদি, শ্যামল সিংহরায়, ফকির সাইফুল ইসলাম প্রমুখ।
×