ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মিরপুর সেনানিবাসে এমআইএসটি’র গবর্নিং বডির সভা

প্রকাশিত: ০৫:৫৭, ১৩ আগস্ট ২০১৫

মিরপুর সেনানিবাসে এমআইএসটি’র গবর্নিং বডির সভা

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)এর গবর্নিং বডির ২৫তম সভা বুধবার মিরপুর সেনানিবাসস্থ এমআইএসটি’র কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চীফ মেজর জেনারেল মোঃ আবদুল কাদির এতে সভাপতিত্ব করেন। সভায় এমআইএসটি’র কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ ছিদ্দিকুর রহমান সরকার, উর্ধতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের জন্য বিভিন্ন বিভাগে প্রভাষক, সহকারী অধ্যাপক ও অধ্যাপক নিয়োগ, নতুন ছাত্রছাত্রী ভর্তির যোগ্যতা ও আসন সংখ্যা নির্ধারণ, ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে নতুন বিভাগ চালুকরণ ও জনবল নিয়োগ, নিউক্লিয়ার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (এনএসসি) বিভাগের পিএইচডি ও এমএসসি এবং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এমএসসি কোর্স কারিকুলাম ও সিলেবাস অনুমোদন, বিভিন্ন সেমিনার, কনফারেন্স, প্রদর্শনী, প্রতিযোগিতা ও কর্মশালার আয়োজন, বিভিন্ন বিভাগের গবেষণা প্রস্তাবনা আলোচনা ও অনুমোদন, বেসামরিক ছাত্রছাত্রীদের জন্য নতুন আবাসিক হল নির্মাণ ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিন্ধান্ত গৃহীত হয়। আইএসপিআর।
×