ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম আদালতের বিচারককে সতর্ক করল হাইকোর্ট

প্রকাশিত: ০৫:৫৭, ১৩ আগস্ট ২০১৫

চট্টগ্রাম আদালতের বিচারককে সতর্ক করল হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ হাইকোর্টের আদেশ উপেক্ষা করে মামলার আদেশ দেয়ায় চট্টগ্রাম মহানগর ৩য় আদালতের দায়রা জজ জামিউল হায়দারকে সতর্ক করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই মামলায় আসামিকে ৩০ লাখ টাকা জরিমানা ও ৬ মাসের সাজা বাতিল করে আদেশ দিয়েছেন আদালত। এক রিভিশন আবেদনের শুনানি করে বুধবার হাইকোর্টের বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। ৩০ লাখ টাকার চেক প্রতারণার অভিযোগে ঢাকার মতিঝিলের আলম এন্টারপ্রাইজের মালিক শাহ আলম চৌধুরীর বিরুদ্ধে ২০০৯ সালে চট্টগ্রাম আদালতে মামলা করেন মঈন উদ্দিন নামে এক ব্যবসায়ী। পরে শাহ আলম হাইকোর্টে মামলা বাতিল চেয়ে আবেদন করলে ২০১০ সালের ২৯ অক্টোবর হাইকোর্ট মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেন। এ স্থগিতাদেশ থাকা অবস্থায় চলতি বছরের ২৫ জুন চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৩’র বিচারক শাহ আলমকে ৩০ লাখ টাকা জরিমানা ও ছয় মাসের কারাদ- দেন। একইসঙ্গে গ্রেফতারি পরোয়ানাও জারি করেন। পরে শাহ আলমের পক্ষ থেকে বিষয়টি উল্লেখ করে হাইকোর্টে একটি সম্পূরক আবেদন করা হয়। ১১ আগস্ট আবেদনটির ওপর শুনানি হয়। বুধবার এ আবেদনের ওপর আদেশ দেয়া হয়। আদালতে শাহ আলমের পক্ষে ছিলেন এ্যাডভোকেট আবদুল মতিন খসরু, অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ।
×