ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তিনদিন পরে পুঁজিবাজারে সূচক বাড়ল

প্রকাশিত: ০৬:০৭, ১৩ আগস্ট ২০১৫

তিনদিন পরে পুঁজিবাজারে সূচক বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা ৩ দিন পতন শেষে বুধবার ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে। এদিন উভয় স্টক এক্সচেঞ্জেই লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, বুধবার ডিএসইতে ৬১৫ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৬৮ কোটি ৮১ লাখ টাকা বেশি লেনদেন। আগের দিন এ বাজারে ৫৪৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩০৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮৩টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির শেয়ার দর। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮২১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৯২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৬৩ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো : ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, রতনপুর স্টিল রি-রোলিং মিলস, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, আলহাজ টেক্সটাইল, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, ইসলামী ব্যাংক, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক এবং বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস। দর বৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ইসলামী ব্যাংক, এ্যাপেক্স ট্যানারি, এমারেল্ড অয়েল, সায়হাম কটন, বিএসআরএম লিমিটেড, সোনালী আঁশ, কাসেম ড্রাইসেল, আরএসআরএম স্টিল, সি এ্যান্ড এ টেক্সটাইল ও শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : মাইডাস ফাইন্যান্স, জেমিনি সী ফুড, প্রাইম ইন্স্যুরেন্স, সোনারগাঁও টেক্সটাইল, রেনেটা, গ্লোবাল ইন্স্যুরেন্স, তসরিফা ইন্ড্রাস্টিজ, রেনউইক যজ্ঞেশ্বর ও প্রগতি লাইফ। বুধবারে ঢাকার বাজারের মতো অপর বাজারের সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে। সকালে প্রধান বাজারে সফটওয়্যারজনিত জটিলতার কারণে লেনদেন শুরুতে বিলম্ব হওয়ার দিনে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১০৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ১১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮১১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৮টি কোম্পানির, দর কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বিট্রিশ আমেরিকান ট্যোবাকো, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, স্কয়ার ফার্মা, বিএসআরএম লিমিটেড, ইসলামী ব্যাংক, এমারেল্ড অয়েল, সিঙ্গার বাংলাদেশ, ইউনাইটেড এয়ার, আরএসআরএম স্টিল ও বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক।
×