ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

রহিম আফরোজের গ্লোব্যাট রোড শো

প্রকাশিত: ০৬:১৪, ১৩ আগস্ট ২০১৫

রহিম আফরোজের গ্লোব্যাট রোড শো

বাংলাদেশে গ্লোব্যাট অত্যাধুনিক প্রযুক্তির স্বয়ং চালিত ব্যাটারি হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে “দা গ্লোব্যাট রোড শো এ্যান্ড সামিট” প্রোগ্রামটি আয়োজন করে রহিম আফরোজ ব্যাটারি লিঃ। গ্লোব্যাট, মেইনট্যান্যান্স ফ্রি ব্যাটারি, বিশ্বে ৫৮টি দেশে রয়েছে এবং এর গ্রাহক সংখ্যা ৫ বছরে প্রায় ৩ মিলিয়ন। এই স্বীকৃতি প্রধানমন্ত্রী ‘গোল্ড এক্সপোর্ট অ্যাওয়ার্ড-২০১৩’ এর মাধ্যমে দেন। গ্লোব্যাট রিজনাল সামিট শোটি শেষ হয় বৃহত্তর ঢাকা শহরের প্রায় ২০০ ব্যাটারি ডিলার এবং রিটেইলারদের অংশগ্রহণের মধ্য দিয়ে। এই ব্যাটারির বৈশিষ্ট্য, উপকারিতা কার্যকারিতা আলোচনা করা হয় বর্তমান মার্কেটের ব্যাটারির সঙ্গে। -বিজ্ঞপ্তি। সোনালী ব্যাংক বঙ্গমাতা পরিষদের কমিটি গঠন সোনালী ব্যাংকে ‘বঙ্গমাতা পরিষদ’ এর নতুন কমিটি গঠন এবং নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির ৭৩ সদস্যের সভাপতি নির্বাচিত হয়েছেন ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল খালেক, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদির এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম। Ñবিজ্ঞপ্তি।
×