ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স

পাঁচ বছরেও চালু হয়নি ৫০ শয্যা প্রকল্প ॥ নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

প্রকাশিত: ০৬:২৪, ১৩ আগস্ট ২০১৫

পাঁচ বছরেও চালু হয়নি ৫০ শয্যা প্রকল্প ॥  নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

স্টাফ রিপোর্টার, রংপুর ॥ তৈরি হয়েছে অত্যাধুনিক অবকাঠামো-স্থাপনা, এসেছে অস্ত্রোপচারের আধুনিক যন্ত্রপাতিসহ চিকিৎসাসেবার উন্নত আসবাব, কিন্তু পাঁচ বছরেও চালু হচ্ছে না রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্প। ফলে প্রায় ১০ কোটি টাকা মূল্যের এসব অবকাঠামো-স্থাপনা এবং যন্ত্রপাতি অযতœ আর অবহেলাতেই নষ্ট হতে বসেছে। শুধু জনবল নিয়োগ আর রোগীদের পথ্য বরাদ্দে মন্ত্রণালয়ের অনুমোদনের কারণেই ঝুলে আছে জনগণের স্বাস্থ্যসেবার এই বিষয়টি। এতে সঠিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার তিন লক্ষাধিক মানুষ। বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা নিয়ে যাত্রা শুরু করে। ৫ বছর আগে হাসপাতালটিকে ৫০ শয্যায় উন্নীতকরণের পরিকল্পনা নেয় সরকার। এ জন্য ব্যয় বরাদ্দ ধরা হয় ১০ কোটি টাকা। ২০১০ সালেই ভবন সম্প্রসারণসহ আনুষঙ্গিক কার্যক্রম শুরু হয় এবং সে বছরই নির্মাণকাজ শেষ হয়। পরবর্তীতে আসে আধুনিক চিকিৎসাসেবার সরঞ্জামাদি। এসবের মধ্যে রয়েছে পূর্ণাঙ্গ একটি ডেন্টাল ইউনিটের যন্ত্রপাতি, আলট্রাসনোগ্রাম, ইসিজি, স্টিম স্ট্রেলাইজার মেশিন, সার্জারিতে ব্যবহৃত সাকার মেশিন, অটোক্লেভ। এ সবকিছুই পড়ে থাকতে থাকতে এখন নষ্ট হয়ে যাওয়ার উপক্রম। এ ব্যাপারে সিভিল সার্জন ডাঃ মোজাম্মেল হোসেন জানান, ৫০ শয্যায় উন্নীতকরণের বিষয়ে বহুবার মন্ত্রণালয়ে লেখা হয়েছে। সংসদ সদস্য আবুল কালাম আহসানুল হক চৌধুরী ডিউক জানান, গত ডিসেম্বরেই এটি চালুর সম্ভাবনা ছিল, সে সময় বিএনপি জামায়াতের নৈরাজ্য সৃষ্টির কারণেই এর কাজ আটকে যায়।
×