ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কিপিং ছাড়ার সিদ্ধান্ত ছিল সেরা ঘটনা ॥ সাঙ্গাকারা

প্রকাশিত: ০৬:৩১, ১৩ আগস্ট ২০১৫

কিপিং ছাড়ার সিদ্ধান্ত ছিল সেরা ঘটনা ॥ সাঙ্গাকারা

স্পার্টস রিপোর্টার ॥ ক্রিকেট ম্যাচে উইকেটকিপারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ইয়ান হিলি, মহেন্দ্র সিং ধোনিসহ অনেক অধিনায়ক উইকেটের পেছনে দাঁড়িয়েছেন বলেই তাদের দল এত সাফল্য পেয়েছে- বিশ্লেষকদের অনেকে তাই মনে করেন। বাংলাদেশের মুশফিকুর রহীমের দ্বৈত ভূমিকা নিয়ে আলোচনা হচ্ছে। যতদূর জানা যায়, উইকেটকিপিংয়ের দায়িত্ব ছাড়তে আগ্রহী নন টাইগার টেস্ট অধিনায়ক। তবে বিদায়ের দোড়গোড়ায় দাঁড়িয়ে লঙ্কান লিজেন্ড কুমার সাঙ্গাকারা বলেছেন, কিপিংয়ের দায়িত্ব ছাড়াটা ছিল তার ক্যারিয়ারের অন্যতসসেরা ঘটনা। গলে ভারতের সঙ্গে চলমান এবং কলম্বোয় সিরিজের দ্বিতীয় টেস্ট খেলে সব ধরনের ক্রিকেটকে আনুষ্ঠানিক বিদায় জানাবেন সাঙ্গাকারা। ‘আমাকে যখন কিপিং ছাড়তে বলা হয়েছিল, তখন একদমই ভাল লাগেনি। কিন্তু নির্বাচক কমিটি বলল, আমরা চাই তোমার ব্যাটিং আরও ভাল হোক, তুমি আরও বেশি রান কর। এ জন্যই তোমাকে কিপিং ছেড়ে ব্যাটিংয়ে মনোযোগী হতে বলছি। এতে তোমার ও দলের ভাল হবে। তখন মনে হয়েছিল, এটা মোটেও ঠিক নয়, আমি তো দুটোই একসঙ্গে করতে পারি। এখন পেছন ফিরে মনে হয়, ওটা ছিল সেরা সিদ্ধান্ত। ফলে এত এত রান ও সেঞ্চুরি করতে পেরেছি।’ বলেন সাঙ্গাকারা। উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে ২০০০ সালে টেস্ট অভিষেক সাঙ্গাকারার। দুই ভূমিকায় খারাপ করছিলেন না। ২০০৬ সালে অশান্ত ডি’মেলের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি কার্যত তাকে কিপিং ছাড়তে অনেকটা বাধ্য করেছিলেন, ব্যাটিং অর্ডারে তুলে এনেছিলেন তিন নম্বর পজিশনে। যেটি আসলেই ব্যাটসম্যান সাঙ্গাকারার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। ততদিনে ৬০ টেস্ট খেলা হয়ে গেছে, ৪৭ গড়ে হাঁকিয়েছেন ৯ সেঞ্চুরি। কিপার-ব্যাটসম্যান হিসেবে ৪৭ টেস্টে গড় ৪১, কিপিং ছাড়ার পর ১৩ টেস্টে গড় ৬৮। ফলটা আসে হাতে নাতে। ‘এটা ছিল দুর্দান্ত বিষয় যে তারা আমাকে সিদ্ধান্তের সুযোগ না দিয়ে নিজেরাই সিদ্ধান্তটা নিয়েছিলেন। আজ আমার যত রান, যত সেঞ্চুরি, যত অর্জন, সেটির পেছনে কিপিং ছাড়ার ওই সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ।’ বিচক্ষণ নির্বাচকরা নিজেদের করণীয় বুঝে ফেলেছিলেন। ব্যাটসম্যান সাঙ্গাকারার মাঝে দেখেছিলেন গ্রেট হয়ে ওঠার ছবি। স্থায়ীভাবে কিপিং ছাড়ার প্রথম টেস্টেই খেলেন ২৮৭ রানের ম্যারাথন ইনিংস, বন্ধু মাহেলা জয়াবর্ধনের সঙ্গে ৬২৪ রানের বিশ্বরেকর্ড জুট। সাঙ্গা আজ সত্যিকারের কিংবদন্তি। কলম্বোয় সিরিজের দ্বিতীয় টেস্ট ২০ আগস্ট, ওই ম্যাচ খেলে ব্যাট-বল তুলে রাখবেন সফল ব্যাটসম্যান সাঙ্গাকারা। দেড় দশকের ক্যারিয়ারে ১৩৩ টেস্টে যার ঝুলিতে ১২,৩১০ রান, সেঞ্চুরি ৩৮। সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় পঞ্চম স্থানে সাঙ্গাকারা।
×